শিরোনাম
◈ কুমিল্লায় আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় দারোয়ানকে ছাদ থেকে ফেলে হত্যা ◈ যশোর সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার স্বর্নবারসহ পাচারকারি আটক ◈ বিদেশি ক্রেতার আকর্ষণ কমায় পরিবর্তন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম ◈ ইতিহাস গড়লেন রেহানা পারভীন: বাংলাদেশের প্রথম নারী শিক্ষা সচিব হিসেবে নিয়োগ লাভ ◈ ঢাকার বাইরে এখনো মব জাস্টিস চলছে, কমাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ হ‌কি এশিয়া কাপে পাকিস্তান ভারতে না যাওয়ায় সুযোগ পেলো বাংলাদেশ ◈ বিক্ষোভে উত্তাল ইসরাইল, তেল আবিবের রাস্তায় ৫ লাখ মানুষ ◈ সমস্যার অপর নাম কুমিল্লা রেলওয়ে স্টেশন, সমাধানের আশ্বাস আছে, কিন্তু পদক্ষপে নেই! ◈ কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপ সাগরে ট্রলারডুবি, ১১ ঘন্টা পর ১০ জেলে উদ্ধার ◈ ভা‌স্কো দা গামার কা‌ছে সা‌ন্তোস ৬ গোল খাওয়ায় কোচ বরখাস্ত, নেইমার বললেন, আমি লজ্জিত

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৫, ০৫:৩৯ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৫, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএলে দুর্নীতি ঠেকাতে আসা কে এই অ‌্যা‌লেক্স মার্শাল?

স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখতে কাজ করে আসছে বিসিবির অ্যান্ট করাপশন ইউনিট। তারপরও হরহামেশায় আসে দুর্নীতির খবর। 

তবে এসব থামাতে নতুন করে বিসিবি নিয়োগ দিয়েছে আইসিসির অ্যান্টি করাপশনের সাবেক ম্যানেজার অ্যালেক্স মার্শালকে। -- ডেই‌লি ক্রিকেট

কিছুদিন আগেই মার্শালকে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের সাবেক এই কর্মকর্তাকে কাজে লাগাতে চায় বিসিবি। বিশেষ করে ঘরোয়া প্রতিযোগিতায় দুর্নীতি ঠেকাতে হিমসিম খায় বিসিবি। এ কারণেই মার্শালকে নিয়োগ দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ এ সংস্থা।

মার্শাল আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটে (আকসু) সাত বছর চাকরি করেছেন। ২০১৭ সালে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুর্নীতির সঙ্গে অ্যান্টি ডোপিং ইউনিটের দায়িত্বেও ছিলেন। পরে সেটি আকসু থেকে আলাদা করা হয়।

যুক্তরাজ্যের সাবেক এই পুলিশ কর্মকর্তা ‘পরিবারকে সময় দিতে চান’ জানিয়ে গত বছরের নভেম্বরে আইসিসির চাকরি ছেড়ে দেন।

মূলত বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটকে ঢেলে সাজাতে কাজ করবেন মার্শাল। সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশে এসে ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজমেন্টের পাশাপাশি আকুর বর্তমান কর্মকর্তাদের সাথে কয়েক দফায় ওয়ার্কশপ করান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়