সনত চক্র বর্ত্তী,ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে "থানা ওপেন হাউজ ডে" অনুষ্ঠিত হয়েছে। সোমবার বোয়ালমারী থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন।
অনুষ্ঠানে তিনি বলেন, "মাদকাসক্ত ও মাদক বিক্রেতাদের সামাজিকভাবে বয়কট করুন। দেখবেন এমনিতেই তারা নির্মূল হয়ে যাবে। মাদক সেবন বা বিক্রির ঘটনায় কাউকে থানায় ছাড়াতে আসবেন না। এতে আমরা নিরুৎসাহিত হই।"
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতা, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিতরা মাদক, চুরি-ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোয়ালমারী পৌর কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, জেলা যুবদল নেতা ইমরান হোসাইন, বোয়ালমারী বার্তার সম্পাদক এডভোকেট কোরবান আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পুলিশ সুপার আজমীর হোসেন আরও বলেন, "মাদকমুক্ত সমাজ গড়তে সকলকে একসাথে কাজ করতে হবে। পুলিশের পাশাপাশি সাধারণ মানুষও সচেতন হলে অপরাধ দমন সহজ হবে।"
অনুষ্ঠানে উপস্থিতরা মাদক ও অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন।