শিরোনাম
◈ ব্যাংকের বাইরে নগদ অর্থ বাড়ছে: আমানত প্রবৃদ্ধি আট শতাংশের নিচে, আস্থাহীনতায় ঋণ প্রবৃদ্ধিও কমছে ◈ এবার সৌদি আরব কৃত্রিম বৃষ্টি নামিয়ে শুষ্ক মরুভূমিকে সবুজ বানাবে! ◈ হামলার প্রতিবাদে বরিশালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ◈ ‘এক তালাক, দুই তালাক, তিন তালাক’ বলে প্রকাশ্যে স্ত্রী মারধর করলেন স্বামীকে, ভিডিও ভাইরাল ◈ এবার থাইল্যান্ডের ২ চিকিৎসকের স্বাস্থ্যসেবায় বিএমডিসির নিষেধাজ্ঞা ◈ বাংলাদেশি পর্যটক কমায় ধুঁকছে কলকাতার নিউমার্কেট, মেডিকেল ভিসায় ভরসা ব্যবসায়ীদের ◈ দরকষাকষিতে কে এগিয়ে বিএনপি না এনসিপি ◈ নেইমারকে নি‌য়ে সমকামবিদ্বেষী স্লোগান দেয়ায় ব্রাজিলিয়ান ক্লাবের ১১ লাখ টাকা জ‌রিমানা ◈ সাত অঞ্চলে দমকা হাওয়াসহ ঝড়ের সম্ভাবনা, ঢাকায় আকাশ মেঘলা ও বৃষ্টির পূর্বাভাস ◈ নির্বাচন নিয়ে ছাত্র রাজনীতি সরগরম, প্রচারে ছাত্রদল অনেকটা পিছিয়ে

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৫, ১০:৪১ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ বাছাইয়ের দুই ম‌্যা‌চের জন‌্য আর্জেন্টিনার প্রাথমিক দল

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুই ম্যাচে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে খেলবে স্ক্যালোনির দল। সেই দুইটি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে সোমবার (১৮ আগস্ট)। দলে মেসি, মার্টিনেজ, রোমেরোরা ছাড়াও রয়েছেন সকল পরিচিত মুখ।

এদিকে আর্জেন্টিনার দলে ডাক পেয়েছেন পালমেইরাসের স্ট্রাইকার হোসে মানুয়েল লোপেজ। মূলত, লাৎজিও'র ভালেন্তিন কাস্তেয়ানোসের জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন লোপেজ। এই স্ট্রাইকার চলতি মৌসুমে ৪২ ম্যাচে ১৫ গোল করেছেন।

গত জুনে কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখা এঞ্জো ফার্নান্দেজ নিষেধাজ্ঞার কারণে স্কোয়াডে জায়গা পাননি। চোট কাটিয়ে উঠতে না পারায় পাওলো দিবালাও ডাক পাননি। রিয়াল মাদ্রিদের ১৮ বছর বয়সি মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে স্কোয়াডে রেখেছেন স্ক্যালোনি।

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ। ডিফেন্ডার: ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কাস আকুনিয়া, জুলিও সোলার, গঞ্জালো মন্টিয়েল।

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, ক্লাদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা, অ্যালিক্সেস ম্যাক অ্যালিস্টার।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, হোসে ম্যানুয়েল লোপেজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়