স্পোর্টস ডেস্ক : বিপিএল নিয়ে বছরের পর বছর ধরে চলে আসা অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই অংশ হিসেবে পূর্বের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ও স্পন্সরের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় মামলা করবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক প্রতিষ্ঠানটি।
বিপিএল নিয়ে প্রায় প্রতিটি মৌসুমেই ওঠে নানা ধরনের বিতর্ক। ম্যাচ ফিক্সিং, জুয়া, বাজি, অস্বচ্ছ দল নির্বাচনসহ নানা অনিয়মের অভিযোগ। যদিও এসবের কোনো কিছুই আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি।
তবুও অভিযোগের প্রবল উপস্থিতি এবং মানুষের মনে তৈরি হওয়া সন্দেহ একদমই কাটেনি। ফ্র্যাঞ্চাইজিগুলোর অনিয়মের কারণে সন্দেহগুলো বরাবরই প্রবল হয়। মাঠের ক্রিকেটের বাইরে আর্থিক দিক বিবেচনায়ও বেশ নড়বড়ে ফ্র্যাঞ্চাইজিগুলো।
যার কারণে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির কাছে এখনো বড় অঙ্কের অর্থ পাওনা আছে বিসিবির। পাশাপাশি বিভিন্ন স্পরসর প্রতিষ্ঠানের কাছেও অর্থ পাওনা আছে বিসিবির। লম্বা সময়ের বকেয়া না পেয়ে এবার আইনি প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
এ নিয়ে সংস্থাটির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, 'আমাদের একটা রিভিউ এবং আলোচনা হয়েছে আপডেটেড ফাইন্যান্সিয়াল ডিফল্টারস অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মানে আমাদের যে লাস্ট কয়েকটি বিপিএল হয়েছে সেইখানে কিন্তু আমাদের একটা লিস্ট হয়েছে যেখানে ফ্র্যাঞ্চাইজি টিম, স্পনসরস, এরা ক্রিকেট বোর্ডকে আমাদের যেভাবে, মানে ধরেন স্পনসররা স্পনসর করেছে, পেমেন্ট কিছু বাকি আছে।
ফ্র্যাঞ্চাইজি টিমের যে টাকাটা দেয়ার কথা ছিল দেয় নাই। তাই এগুলোর একটা ডিফল্ট তালিকা করা হচ্ছে।
সেই তাদের বিরুদ্ধে আমরা আইনি প্রক্রিয়ায় চলে যাচ্ছি। দ্বিতীয় হচ্ছে আমরা অনগোয়িং কিছু আগের থেকেই কিছু টিমের সাথে আমাদের আরবিট্রেশন প্রসিডিউরে ছিল, যে ক্লজ ভায়োলেশন (চুক্তির নিয়ম ভঙ্গ) হয়েছে সেটা আরবিট্রেশন প্রসিডিউরে ছিল, সেটাকে আমরা কন্টিনিউ করব (চালিয়ে যাব) এবং আরও এটাকে এক্সপেডাইট (দ্রুত) করা হবে।