এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে: মোংলা বন্দরের সক্ষমতা আরও বাড়াতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জার্মানির একটি আর্থিক বিনিয়োগকারী সংস্থা। ‘সুন্দরবন ডেল্টা গ্রোথ ইনিশিয়েটিভ’ (এসডিজি) নামে এই সংস্থাটি মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক করেছে।
সোমবার (১১ আগস্ট) অনুষ্ঠিত এই বৈঠকে এসডিজি-র প্রতিনিধিদল বন্দরের পশুর চ্যানেলের আউটারবার ড্রেজিংসহ সার্বিক উন্নয়ন নিয়ে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহিন রহমানের সঙ্গে বিস্তারিত আলোচনা করে।
বিনিয়োগের মূল উদ্দেশ্য:
এসডিজি মূলত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৩ কোটি মানুষের জীবনযাত্রার মান ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে। তারা ইতোমধ্যেই নবায়নযোগ্য শক্তি খাতে কাজ শুরু করেছে। মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে তাদের বিনিয়োগের প্রধান লক্ষ্য হলো:
‘সুন্দরবন ডেল্টা গ্রোথ ইনিশিয়েটিভ’-এর সদস্য সচিব এম. এ. নাজির শাহিন জানান, এর আগে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে ভারত যে বিনিয়োগ করতে চেয়েছিল, সেটি বাতিল হয়ে যাওয়ায় তারা এই সুযোগটি কাজে লাগাতে আগ্রহী। তিনি আরও বলেন, শিগগিরই জার্মানির একটি উচ্চপদস্থ দল মোংলা বন্দর পরিদর্শনে আসবে। তাদের এই উদ্যোগ সফল হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে একটি বড় পরিবর্তন আসবে।