শিরোনাম
◈ পোশাক রপ্তানিতে বিশ্ব শীর্ষ দেশ ও বাংলাদেশের অবস্থান ◈ সাংবাদিক তুহিন হ ত্যা য় চাঞ্চল্যকর তথ্য দিলেন আসামিরা! (ভিডিও) ◈ রাজধানীর নিউ মার্কেট থেকে 'সামুরাই' চাপাতিসহ ১১০০ ধারালো 'অস্ত্র' উদ্ধার (ভিডিও) ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগরে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ◈ নীলা ইস্রাফিলের ফেসবুক পোস্টে চটেছেন তুষার, দিলেন কড়া জবাব ◈ পূর্ব ইউক্রেনের বিনিময়ে যুদ্ধবিরতির প্রস্তাব, ইউরোপীয়দের চোখে পুতিনের কৌশল ◈ তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে: নীলা ইস্রাফিলের (ভিডিও) ◈ যশোরে ডিবি হেফাজতে থাকা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক কারাগারে ◈ নির্বাচনে বিরূপ প্রভাব ফেলতে পারে এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান তারেক রহমানের ◈ উপদেষ্টাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে সরকারের বিবৃতি

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫, ০৪:২২ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিসিবির হাজার কোটি টাকা সামলানোর দা‌য়িত্ব নি‌তে একশর বেশি আ‌বেদন

স্পোর্টস ডেস্ক : ‌ক্রিকেট বি‌শ্বে চতুর্থ ধনী বোর্ড হ‌চ্ছে বাংলা‌দেশ ক্রিকেট বোর্ড, বিভিন্ন ব্যাংকে বিসিবির একাউন্টে জমা আছে এক হাজার কোটি টাকারও বেশি। সেসব অর্থ দেখভাল ও লেনদেনের জন্য চিফ ফিনানশিয়াল অফিসার খুঁজছিল বোর্ড। সেই পদের জন্য একশরও বেশি আবেদন জমা পড়েছে। --- ক্রিকটাইম

দেশের সবচেয়ে সফল ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সব মিলে বোর্ডের আয়ের অঙ্ক থেকে হাজার কোটি টাকা আছে বিভিন্ন ব্যাংকে। তবে এসব বিষয় তদারকি বা সামলানোর জন্য নিবেদিত কেউ নেই বোর্ডের। এজন্যই খোঁজা হয়েছে চিফ ফিনানশিয়াল অফিসার বা সিএফও।

এদিকে সাবেক সভাপতি ফারুক আহমেদ যে আড়াইশ কোটি টাকা নতুন করে এফডিআর করেছিলেন তার মধ্যে ৫২ কোটি টাকার এফডিআর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে দাবি করা হয়েছে দৈনিক সমকালে। 

বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নির্দেশনায় দুটি ব্যাংকের কাছে পরীক্ষামূলকভাবে ২ কোটি টাকা করে ফেরত চাওয়া হয়েছিল, যার মধ্যে একটি ব্যাংক সেই নির্দেশনা মানতে ব্যর্থ হয়েছে। ঐ ব্যাংকে ৫২ কোটি টাকা এফডিআর করা রয়েছে। যদিও ব্যাংকটি সরকারের সবুজ তালিকায় রয়েছে।

ফারুক আহমেদ বেশি মুনাফার জন্য ঐ ব্যাংকে এফডিআর করেন বলে দাবি করা হয়েছে। তবে এবার তৈরি হয়েছে মুলধন হারানোরও শঙ্কা।

এসব বিষয় সুরাহার জন্য চিফ ফিনানশিয়াল অফিসার নিয়োগের কাজটি দ্রুতই সম্পন্ন করতে চায় বোর্ড। ৯ আগস্ট বিসিবির সভায় যে ১৪টি এজেন্ডা রয়েছে, তার একটি এই সিএফও নিয়োগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়