শিরোনাম
◈ পোশাক রপ্তানিতে বিশ্ব শীর্ষ দেশ ও বাংলাদেশের অবস্থান ◈ সাংবাদিক তুহিন হ ত্যা য় চাঞ্চল্যকর তথ্য দিলেন আসামিরা! (ভিডিও) ◈ রাজধানীর নিউ মার্কেট থেকে 'সামুরাই' চাপাতিসহ ১১০০ ধারালো 'অস্ত্র' উদ্ধার (ভিডিও) ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগরে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ◈ নীলা ইস্রাফিলের ফেসবুক পোস্টে চটেছেন তুষার, দিলেন কড়া জবাব ◈ পূর্ব ইউক্রেনের বিনিময়ে যুদ্ধবিরতির প্রস্তাব, ইউরোপীয়দের চোখে পুতিনের কৌশল ◈ তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে: নীলা ইস্রাফিলের (ভিডিও) ◈ যশোরে ডিবি হেফাজতে থাকা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক কারাগারে ◈ নির্বাচনে বিরূপ প্রভাব ফেলতে পারে এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান তারেক রহমানের ◈ উপদেষ্টাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে সরকারের বিবৃতি

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নীলা ইস্রাফিলের ফেসবুক পোস্টে চটেছেন তুষার, দিলেন কড়া জবাব

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিলের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন দলটির নেতা সারোয়ার তুষার। তিনি বলেছেন, ‘নীলা ইসরাফিল মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আমাদের অফিসে এসেছিলেন। আমরা পুলিশ ও তার পরিচিত মানবাধিকার অ্যাক্টিভিস্ট লেনিন ভাইকে ডেকেছিলাম। পুলিশের উপস্থিতিতে লেনিন ভাইসহ তাকে আমরা হাসপাতালে ভর্তি করি।’

শনিবার (৯ আগস্ট) ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন সারোয়ার তুষার।

এর আগে নীলা ইসরাফিল অভিযোগ করেন, তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তির সময় স্বামীর নামের জায়গায় নিজের নাম লিখিয়েছেন সারোয়ার তুষার।

এর জবাবে ফেসবুক পোস্টে সারোয়ার তুষার লিখেছেন, ‘এ ভর্তি ফরমে কী লেখা হচ্ছে, তা তখন খেয়াল করি নাই। এখন দেখা যাচ্ছে এটা সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সার্কুলেট করা হচ্ছে।’

তিনি আরও লেখেন, ‘হাসপাতালের ভর্তি ফরমের ফর্মালিটিসের কথা আপনারা সবাই জানেন। নারীর ক্ষেত্রে স্বামী/পিতার নাম লিখতে হয়। অথবা যিনি হাসপাতালে নিয়ে যান, তার নাম লিখতে হয়। এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে care of অর্থ C/O লেখা, যেটা লাল দাগের মধ্যদিয়ে ঢেকে ফেলা হয়েছে এবং প্রচার করা হচ্ছে আমি নাকি স্বামীর ঘরে নিজের নাম লিখেছি। আমি কি পাগল? বাটপারির একটা সীমা থাকা দরকার!’

তুষার বলেন, ‘হাসপাতালে রোগী যখন আপনি ভর্তি করবেন তখন পিতা বা স্বামীর নাম না জানলে (মনে করেন রোড অ্যাকসিডেন্ট বা এমন কিছুতে যখন অচেনা অজানা লোকেরা হাসপাতালে গিয়ে ভর্তি করে দিয়ে আসেন) তখন C/O লিখে যে ভর্তি করেছে, তার নাম লেখা হয়। এটা হাসপাতালে ভর্তি এক অতি সাধারণ রীতি। এসব বাটপারি বন্ধ করতে হবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়