শিরোনাম
◈ পোশাক রপ্তানিতে বিশ্ব শীর্ষ দেশ ও বাংলাদেশের অবস্থান ◈ সাংবাদিক তুহিন হ ত্যা য় চাঞ্চল্যকর তথ্য দিলেন আসামিরা! (ভিডিও) ◈ রাজধানীর নিউ মার্কেট থেকে 'সামুরাই' চাপাতিসহ ১১০০ ধারালো 'অস্ত্র' উদ্ধার (ভিডিও) ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগরে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ◈ নীলা ইস্রাফিলের ফেসবুক পোস্টে চটেছেন তুষার, দিলেন কড়া জবাব ◈ পূর্ব ইউক্রেনের বিনিময়ে যুদ্ধবিরতির প্রস্তাব, ইউরোপীয়দের চোখে পুতিনের কৌশল ◈ তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে: নীলা ইস্রাফিলের (ভিডিও) ◈ যশোরে ডিবি হেফাজতে থাকা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক কারাগারে ◈ নির্বাচনে বিরূপ প্রভাব ফেলতে পারে এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান তারেক রহমানের ◈ উপদেষ্টাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে সরকারের বিবৃতি

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫, ০৪:২০ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বা‌র্সেলোনার কোচ হান‌সি ফ্লিক চ্যাম্পিয়নস লিগে ১ ম্যাচে নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক : এটা বা‌র্সেলোনা ক্লা‌বের জন‌্য নি:স‌ন্দে‌হে দুর্ভাগ‌্য, অসাদাচরনের দায়ে চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন  কোচ হানসি ফ্লিক। একই সঙ্গে জার্মান এই কোচকে আর্থিক জরিমানাও করা হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে এই শাস্তির কথা জানায় উয়েফার শৃঙ্খলাবিষয়ক কমিটি। ফ্লিক ছাড়াও তার সহকারী মার্কাস জর্গকেও এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে দু’জনকেই ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

গত মে মাসে সান সিরোয় চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ৪-৩ ব্যবধানে হারের ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ফ্লিক। এই হারে এক দশক পর ইউরোপ ক্লাব সেরার আসরের ফাইনালে ওঠার স্বপ্ন থেমে যায় বার্সেলোনার।

এই শাস্তির ফলে আসন্ন মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শুরুর ম্যাচে ফ্লিক ও জর্গকে ডাগআউটে পাবে না বার্সেলোনা।

অন্য এক সিদ্ধান্তে, ওই একই ম্যাচে অ্যান্টি-ডোপিং কর্মকর্তার নির্দেশ মানতে ব্যর্থ হওয়ায় এবং দ্রুত নিয়ন্ত্রণ কক্ষে না যাওয়ার কারণে বার্সেলোনা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ও রবের্ট লেভানডফস্কিকে ৫ হাজার ইউরো করে জরিমানা করেছে উয়েফা।

এছাড়াও ম্যাচ চলাকালে দর্শকদের মাঠে বিভিন্ন বস্তু নিক্ষেপের জন্য বার্সেলোনাকে ৫ হাজার ২৫০ ইউরো এবং আতশবাজি জ্বালানোর জন্য আরও ২ হাজার ৫০০ ইউরো জরিমানা করা হয়েছে।

ইন্টার মিলানের সমর্থকরা জনসাধারণের চলাচলের রাস্তা আটকানোয় ক্লাবটিকে ২২ হাজার ইউরো এবং আতশবাজি জ্বালানোর জন্য আরও ১১ হাজার ৫০০ ইউরো জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়