শিরোনাম

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

দ‌ক্ষিণ কো‌রিয়ার সিউল এফ‌সি বিধ্বস্ত, ৭ গোল ক‌রে উ‌ল্লো‌সিত বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : স্পে‌নের বা‌র্সেলোনা ক্লা‌বের বেপ‌রোয়া ফুটব‌লের সাম‌নে সোজা হ‌য়ে দাঁড়া‌তেই পার‌লো না দ‌ক্ষিণ কো‌রিয়ার সিউল এফ‌সি, এশিয়া সফরে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে বৃহস্পতিবার (৩১ জুলাই) দক্ষিণ কোরিয়ার দল সিউল এফসিকে ৭-৩ গোলে হারিয়েছে বার্সেলোনা।

বার্সেলোনার আইকনিক ১০ নম্বর জার্সি পরে মাঠে নামার পর এদিনই প্রথম গোলের দেখা পেয়েছেন লামিন ইয়ামাল। প্রথমার্ধে এই স্প্যানিশ ফরোয়ার্ড করেন দুটি গোল। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেছেন ফেরান তোরেস। এছাড়া, একটি ক‌রে  গোল ক‌রেন লেভানদোভস্কি, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও গাভি।

এশিয়া সফরে নিজেদের শেষ ম্যাচে আগামী সোমবার (৪ আগস্ট) দক্ষিণ কোরিয়ার আরেক দল দেগু এফসির মুখোমুখি হবে বার্সেলোনা।

এর কিছু‌দিন আগে ৩-১ ব্যবধানে বা‌র্সেলোনা হারিয়েছিল জাপানের ক্লাব ভিসেল কোবেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়