স্পোর্টস ডেস্ক : আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়া কাপ। ৮ দলের একটি হংকং। তারা পড়েছে বাংলাদেশের গ্রুপ 'বি' তে। এই টুর্নামেন্ট শুরুর আগে নতুন কোচ নিয়োগ দিলো দেশটি।
শ্রীলঙ্কার সাবেক কিপার ব্যাটার কৌশল সিলভাকে দায়িত্ব বুঝিয়ে দিলো হংকং। ৯ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে তারা।
১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে বাংলাদেশের। দায়িত্ব পেয়ে কৌশল সিলভা জানিয়েছেন দলে জয়ের মানসিকতা তৈরিতে মনযোগ দিবেন তিনি।
তিনি যেমনটা বলছিলেন, 'দলে জয়ের মানসিকতা তৈরি করতে পরিশ্রমের দিকে মনোযোগ থাকবে। এই ধারাবাহিকতা বজায় রাখতে নতুন প্রতিভার পরিচর্যাও করা হবে।’
শ্রীলঙ্কার জার্সিতে ৩৯ টেস্ট খেলেছেন কৌশল। তবে প্রথম শ্রেণির ক্যারিয়ারটা বেশ সমৃদ্ধ। ২০৯ ম্যাচে ৪১ সেঞ্চুরিতে রান করেছেন প্রায় ১৪ হাজার।
লঙ্কান এই সাবেক ক্রিকেটারকে দিয়ে শুধু জাতীয় দলের ক্রিকেট উন্নতি নয় বরং নিজেদের অঞ্চলে ক্রিকেটের প্রচারণাটাও চালাতে চায় হংকং। সংবাদ মাধ্যমে এমনটাই জানিয়েছেন হংকং ক্রিকেটের প্রধান বুর্জি শ্রফ।