শিরোনাম
◈ জুলাই সনদ নিয়ে ভিন্নমত: বিএনপির ইতিবাচক সাড়া, জামায়াতের শর্ত, এনসিপির আইনি ভিত্তির দাবি ◈ বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক কোম্পানি হানডা ◈ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধের বিচার চায় বাংলাদেশ ◈ মানব পাচারের নতুন হাতিয়ার: প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া ◈ প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নয়ন: বেতন-ভাতা বাড়ছে কত? ◈ পদ্মা পারাপারে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক: চরভদ্রাসনে স্পিডবোটে নিরাপত্তা জোরদারে প্রশাসনের কঠোর পদক্ষেপ ◈ সৌদি আরবে কর্মভিসা এখন আরও সহজ: দক্ষতার ভিত্তিতে নতুন সুযোগ ◈ বেনাপোল বন্দরে ক্যানসার আক্রান্ত পাসপোর্টধারীর ১৬ হাজার টাকা ছিনতাই ◈ “পুলিশ বাহিনীর মেরুদণ্ড আপনারা”, এসআইদের পেশাদার দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের ◈ ওয়াশিংটনে শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা বাণিজ্য আলোচনা

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ০৭:৩৫ বিকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জন্মহার বৃদ্ধিতে চীন সরকারের নতুন উদ্যোগ

চীনের জন্মহার বৃদ্ধিতে নতুন উদ্যোগ হাতে নিয়েছে দেশটির সরকার। জন্মহার বৃদ্ধির লক্ষ্যে সরকারের দেশব্যাপী ভর্তুকির অংশ হিসেবে তিন বছরের নিচে প্রত্যেক সন্তানের জন্য পিতা-মাতাদেরকে প্রতি বছর ৩ হাজার ৬০০ ইউয়ান প্রদানের প্রস্তাব দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এক দশক আগে বিতর্কিত ‘এক সন্তান নীতি’ বাতিল করলেও চীনের জন্মহার এখনও ক্রমহ্রাসমান। দেশটির স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, ওই সহায়তা প্রায় দুই কোটি পরিবারকে তাদের সন্তানের খরচ বহন করতে সাহায্য করবে।

 চীনের বেশ কয়েকটি প্রদেশে মানুষকে আরও সন্তান জন্ম দেয়ায় উদ্বুদ্ধ করতে অর্থ প্রদানের এ ধরণের উদ্যোগ নেয়া হয়েছে। কারণ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জনসংখ্যাগত সংকটের সম্মুখীন হচ্ছে। এদিকে সোমবার ঘোষণা করা ওই প্রস্তাবে বলা হয়েছে, প্রতি সন্তানের জন্য পিতা-মাতাদেরকে ১০ হাজার ৮০০ ইউয়ান পর্যন্ত অর্থ প্রদান করা হবে। ২০২২-২৪ সালে যেসব পরিবারে সন্তান জন্ম নিয়েছে তারাও আংশিক ভর্তুকির জন্য আবেদন করতে পারবেন। মার্চে চীনের উত্তারাঞ্চলের শহর হোহোটের বাসিন্দা যাদের কমপক্ষে তিনটি সন্তান আছে তাদেরকে শিশু প্রতি ১ লাখ ইউয়ান প্রদানের প্রস্তাব দেয়া হয়। উত্তরপূর্বের শহর শেনইয়াংয়ের তিন বছরের কম বয়সী তৃতীয় সন্তানের জন্য প্রতি মাসে ৫০০ ইউয়ান অর্থ প্রদানের প্রস্তাব দেয়া হয়।

 গত সপ্তাহে  স্থানীয় সরকারকে বিনামূল্যে প্রাক প্রাথমিক শিক্ষা প্রদানের পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানায় বেইজিং। সন্তান ধারণের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল জায়গাগুলোর মধ্যে চীন অন্যতম। চীনা ভিত্তিক ইউওয়া পপুলেশন রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে, চীনে একজন সন্তানকে ১৭ বছর পর্যন্ত লালন পালন করতে গড় ৭৫ হাজার ৭০০ ডলার ব্যয় হয়। জানুয়ারিতে সরকারি পরিসংখ্যান থেকে জানা যায়, ২০২৪ সালে তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা হ্রাস পেয়েছে। ২০২৪ সালে ৯ দশমিক ৫৪ মিলিয়ন শিশুর জন্ম রেকর্ড করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়