শিরোনাম
◈ জুলাই সনদ নিয়ে ভিন্নমত: বিএনপির ইতিবাচক সাড়া, জামায়াতের শর্ত, এনসিপির আইনি ভিত্তির দাবি ◈ বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক কোম্পানি হানডা ◈ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধের বিচার চায় বাংলাদেশ ◈ মানব পাচারের নতুন হাতিয়ার: প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া ◈ প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নয়ন: বেতন-ভাতা বাড়ছে কত? ◈ পদ্মা পারাপারে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক: চরভদ্রাসনে স্পিডবোটে নিরাপত্তা জোরদারে প্রশাসনের কঠোর পদক্ষেপ ◈ সৌদি আরবে কর্মভিসা এখন আরও সহজ: দক্ষতার ভিত্তিতে নতুন সুযোগ ◈ বেনাপোল বন্দরে ক্যানসার আক্রান্ত পাসপোর্টধারীর ১৬ হাজার টাকা ছিনতাই ◈ “পুলিশ বাহিনীর মেরুদণ্ড আপনারা”, এসআইদের পেশাদার দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের ◈ ওয়াশিংটনে শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা বাণিজ্য আলোচনা

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ০৮:০৪ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ওয়েস্ট ইন্ডিজকে টানা আটটি ম্যাচে হারালো অ‌স্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের হলটা কী? টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও অজিরা মাটি ধরাল ওয়েস্ট ইন্জিজকে। 

সেন্ট কিটসে ১৭১ রান তাড়া করে অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নিল। টি-টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়া ৫-০-এ জিতে নিল। সেই সঙ্গে অস্ট্রেলিয়া টানা ৮টি ম্যাচে হারাল ক্যারিবিয়ানদের। 

টি-টোয়েন্টি সিরিজে পাঁচটিতে এবং টেস্টে তিনটিতে জয়। মোট আটটি ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ। 

এদিন টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। ক্যারিবিয়ানরা ১৭০ রান করে। পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি তারা। ২ বল আগেই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। 

টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি লিগে শিমরন হেটমায়ার ঝড় তোলেন ব্যাট হাতে। সেঞ্চুরি হাঁকিয়ে, ঝোড়ো ব্যাটিং করে হেটমায়ার বহু ম্যাচ জিতিয়েছেন। 

হেটমায়ার ৩১ বলে ৫২ রান করেন। রাদারফোর্ড করেন ১৭ বলে ৩৫। ইনিংসে গতি আনলেও রানের পাহাড়ে চড়তে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এই অজিদের হারাতে হলে রানের বোঝা চাপিয়ে দিতে হবে। তার পরে বল হাতে অস্ট্রেলিয়ার ব্যাটারদের উপরে চাপ তৈরি করা উচিত ছিল ক্যারিবিয়ান বোলারদের। দুটো কাজের কোনওটাই হল না। ফলে ম্যাচ জিততে বেগ পেতে হয়নি অস্ট্রেলিয়াকে। 

অজিরা ১৮ বল বাকি থাকতেই পৌঁছে যায় ৭ উইকেটে ১৭৩ রানে। পঞ্চম উইকেটে ৬৩ রানের পার্টনারশিপ  গড়েন মিচেল ওয়েন ও ক্যামেরন গ্রিন। ওয়েন ১৭ বলে ৩৭ রান করেন। অন্যদিকে গ্রিন ৩২ রান করেন ১৮ বলে। 

তবে ওয়েস্ট ইন্ডিজ ওপেনিং পাওয়ারপ্লে-তে সমস্যায় ফেলে দেয় অস্ট্রেলিয়াকে। জেসন হোল্ডার ও আলজারি জোসেফ ধাক্কা দেন। কিন্তু তাতেও রানের গতি থামানো যায়নি। 

একসময়ে অস্ট্রেলিয়া ৪ উইকেট হারায় ৬০ রানে। তার পরে ওয়েন ও গ্রিন পালটা মারের খেলা শুরু করেন। ক্যারিবিয়ানরা তাতেই ব্যাকফুটে চলে যায়। 

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেই একটুর জন্য রক্ষা পেয়েছিল রোহিত শর্মার বিশ্বরেকর্ড। প্রায় দু’‌মাস পর মাঠে নেমেই নজির গড়েছিলেন অস্ট্রেলিয়ার টিম ডেভিড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে মাত্র ৩৭ বলে সেঞ্চুরি করেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিকও তিনি। ডেভিডের ব্যাটে ভর করে ম্যাচ ও সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়া। 

সিরিজ জয় আগেই হয়েছিল। চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি ছিল নিয়মরক্ষার। সেই দু'টি ম্যাচেও চলল অস্ট্রেলিয়ার আধিপত্য। সেই সঙ্গে টানা আটটি ম্যাচে অস্ট্রেলিয়া হারাল ওয়েস্ট ইন্ডিজকে। 

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে। দেশের হয়ে খেলার আগ্রহ হারিয়ে ফেলেছেন তারকারা। একে একে অবসর নিয়ে ফেলছেন অনেকে। আন্দ্রে রাসেল, নিকোলাস পুরানের মতো ক্রিকেটার জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা হারিয়ে ফেলেছেন। একসময়ে শোনা গিয়েছিল, টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানরা ভাল খেলে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো অস্ট্রেলিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়