শীর্ষ ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন তারই এক বন্ধু। এতে মিরপুর মডেল থানায় ডানহাতি পেসারের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে তাসকিন নিজে বলছেন এমন কিছু করেননি তিনি, তাকে বিব্রত করতেই অপপ্রচার চালানো হচ্ছে।
রোববার দিবাগত মধ্যরাতে সিফাতুর রহমান সৌরভ নামের এক বন্ধুকে তাসকিন মারধর করেছেন বলে অভিযোগ উঠে। এই ক্রিকেটার সেসময় মদ্যপ অবস্থায় ছিলেন বলেও একটি গণমাধ্যমে জানান সৌরভ। তাসকিনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি নিয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেয়নি পুলিশ। তবে তদন্ত হচ্ছে বলে সূত্রের খবর। অভিযোগকারী সৌরভ বলেছেন, তাকে কিল-ঘুষি মেরে জখম করেন তাসকিন। পরে তিনি শহীদ সোহরাওয়ার্দি হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেন।
তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে তাসকিন বলেছেন, 'এটা পুরোপুরি মিথ্যা অভিযোগ ভাই। আমি পারিবারিক কাজে ব্যস্ত, আমি কাউকে মারিনি। আমাকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে।'
বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেছেন তারাও গণমাধ্যম থেকে খবরটি জেনেছেন, বিস্তারিত জেনে তারা শৃঙ্খলাভঙ্গের বিষয় খতিয়ে দেখবেন, 'তাসকিনের ব্যাপারে একটা খবর আমরা দেখেছি। আপনাদের মাধ্যমেই জেনেছি। পুরো বিষয়টা খোঁজ নেওয়ার চেষ্টা করছি। তাসকিনের সঙ্গে এখনো আমাদের কথা হয়নি। আমরা আগে খোঁজ নিব, জানব। তারপর প্রয়োজন হলে তদন্ত করব, আলোচনা করব। আমি সকালে ফাহিম (নাজমুল আবেদিন) ভাইয়ের সঙ্গেও আলাপ করেছি। শৃঙ্খলাভঙ্গের কোন বিষয় পেলে নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেব।'
তাসকিন বিসিবির একমাত্র এ+ ক্যাটাগরির ক্রিকেটার। চলতি চুক্তিতে সবচেয়ে বেশি বেতন পান তিনি। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম বাস মিস করা নিয়েও বিতর্কে জড়িয়েছিলেন তাসকিন। উৎস: ডেইলি স্টার ও টি স্পোর্টস।
স