শিরোনাম
◈ গোপালগঞ্জে কাদের গুলিতে চারজন নিহত? ◈ ফিরে দেখা ১৮ জুলাই: ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে ঘিরে ব্যাপক সংঘর্ষ, সারাদেশে নিহত ৩১ ◈ ইরানে ফের হামলার পরিকল্পনা ইসরায়েলের ◈ ওবামা দম্পতির বিয়েবিচ্ছেদের গুজব উড়িয়ে মিশেল বললেন: "এক মুহূর্তের জন্যও বারাককে ছেড়ে যাওয়ার কথা ভাবিনি" ◈ কুমিল্লায় হত্যার রহস্য উন্মোচন: ঋণের টাকা পরিশোধ করতে অটো চালক বন্ধুকে কুপিয়ে হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেফতার ◈ গোয়েন্দা ব্যর্থতায় হাসিনার পতন, কলকাতায় বসে দাবি হাছান মাহমুদের ◈ দুর্দান্ত খে‌লে‌ছে বাংলা‌দেশ নারী দল, ভুটান‌কে হারা‌লো ৩-০ গো‌লে ◈ ১৮ জুলাই যে পদ্ধতিতে ৫ দিন মেয়াদি ফ্রি ইন্টারনেট পাবেন গ্রাহকরা ◈ মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ◈ ১৭ বছরের কিশোরকে নিয়ে পালালেন ৪০ বছর বয়সী দুই সন্তানের জননী

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৫, ১১:৩৭ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ফিফা নি‌ষেধাজ্ঞায় ফ‌কি‌রেরপুল ইয়ং‌মেন্স ক্লাব

স্পোর্টস ডেস্ক : ফিফার নিষেধাজ্ঞায় পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। 

উজবেকিস্তানের ফুটবলার সারদোর জাকানোভের পারিশ্রমিক বকেয়ার অভিযোগের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা এসেছে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি দায়িত্বশীল সূত্র। -- চ‌্যা‌নেল২৪

ফিফার নিষেধাজ্ঞার ফলে আসন্ন মৌসুমের দলবদল কার্যক্রমে অংশ নিতে পারবে না ফকিরেরপুল। অর্থাৎ, নতুন কোনো খেলোয়াড় দলে ভেড়ানোর অনুমতি নেই ক্লাবটির। উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশের ক্লাবগুলো সাধারণত এক মৌসুমের চুক্তিতে ফুটবলারদের নেয়। ফলে আগের মৌসুমে যারা খেলেছেন, তারাও এবার থাকবেন কিনা, সে বিষয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ফকিরেরপুল ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ আলী বিষয়টি নিয়ে কাজ চলছে বলে জানিয়ে তিনি বলেন, একজন খেলোয়াড় অভিযোগ করেছে পারিশ্রমিক নিয়ে। তাকে নাকি খাবার দাবারও ভালোভাবে দেয়া হয়নি। তাকে আগের কমিটির লোকজন ক্লাবে এনেছে। সমস্যা সমাধানে আমরা কাজ করছি।

জানা গেছে, উজবেক ফুটবলার সারদোর জাকানোভ গত মৌসুমে ফকিরেরপুলের হয়ে ৯ ম্যাচে ৩ গোল ও ২ অ্যাসিস্ট করেন। তবে লিগের প্রথম পর্বের পর থেকেই তিনি আর মাঠে নামেননি। তাঁর এখনো প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা পারিশ্রমিক বকেয়া রয়েছে।

গত মৌসুমে ফকিরেরপুল ১৮ ম্যাচে ১৯ পয়েন্ট অর্জন করে অষ্টম স্থান অর্জন করে। নতুন মৌসুমের দল গঠনের জন্য ক্লাবটির এখন ১৪ আগস্টের মধ্যে ফিফার নিষেধাজ্ঞা তুলে নেয়া জরুরি, কারণ ওই দিনই শেষ হচ্ছে দলবদলের সময়সীমা।

এই অবস্থায় ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রস্তুতি গুরুতর অনিশ্চয়তার মুখে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়