স্পোর্টস ডেস্ক : ঘটনা ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারের। বেন ডাকেটকে জাসপ্রিত বুমরাহর ক্যাচ বানানোর পর সিরাজ ইংল্যান্ড ওপেনারের খুব কাছে গিয়ে উদ্যাপন করেন। এটা আইসিসির কোড অব কন্ডাক্টের ১ অনুচ্ছেদের লঙ্ঘন। এতে বলা আছে, ডিসমিস হওয়া ব্যাটারের খুব কাছে গিয়ে অতিরিক্ত উদ্যাপন করা যাবে না, যা আউট হওয়া খেলোয়াড়ের রাগের কারণ হবে। এ কারণে রেফারি রিচি রিচার্ডসন সিরাজকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছেন। দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।
বিগত ২৪ মাসে সিরাজের এটি দ্বিতীয় আচরণবিধি ভঙ্গের ঘটনা। গত বছরের ৭ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টেও একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি। ২৪ মাসে ৪টি ডিমেরিট পয়েন্ট ওই খেলোয়াড় নিষেধাজ্ঞার জন্য বিবেচ্য হন।
সিরাজ রিচার্ডসনের শাস্তি মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
ওই ইনিংসে সিরাজ নিয়েছেন অলি পোপের উইকেটও। ওয়াশিংটন সুন্দরের ২২ রানে ৪ উইকেটের স্পেলে ইংল্যান্ড অলআউট হয় ১৯২ রানে। সফরকারী দল পেয়েছে ১৯৩ রানের লক্ষ্য। লক্ষ্য তাড়া করতে নেমে তারা ৫৮ রানে হারিয়ে ফেলেছে ৪ উইকেট। জয়ের জন্য পঞ্চম দিনে তাদের দরকার আরও ১৩৫ রান, ইংল্যান্ডের ৬ উইকেট।