স্পোর্টস ডেস্ক : জয়ের জন্য শেষ ২ ওভারে প্রয়োজন ছিল ২০ রান। খালেদ আহমেদের করা ১৯তম ওভারের প্রথম বলেই ফাইন লেগ দিয়ে বাউন্ডারি মারলেন ডেভিড ভিসা। ঐ ওভারেই আরও একটা ছক্কা মেরে ম্যাচটা নিজেদের দিকে করে নেন গুড়াকেশ মোতি। তবে শেষমেষ ম্যাচটা জিততে পারেনি তারা। দুর্দান্ত কামব্যাক করে ৮ রানের জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। -- ডেইলি ক্রিকেট
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে রংপুর। বিপিএলের দলটির হয়ে ৩১ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলেছেন কাইল মেয়ার্স। এছাড়াও ২১ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন ইফতেখার আহমেদ।
তবে ঝড় তুলতে পারেননি সৌম্য সরকার। ৩৬ বলে ৩৫ রান করেছেন রংপুর ওপেনার। আরেক ওপেনার সাইফ হাসান করেছেন ১৮ বলে ১৮ রান।
জবাবে ব্যাট করতে নেমে ১৫৪ রানে থামে গায়ানা। ২৮ বলে ৪০ রানের ইনিংস খেলেছেন জনসন চার্লস। এছাড়াও ১৮ বলে ২৭ রান করেছেন মঈন আলী।
রংপুরের হয়ে ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন খালেদ আহমেদ। দুটি উইকেট শিকার করেছেন আজমতউল্লাহ ওমরজাই।