শিরোনাম
◈ ছাত্রদলে একযোগে পদত্যাগের হিড়িক! ◈ কান্নাজড়িত কণ্ঠে সদ্য বাবাকে হারানো সোহাগের মেয়ে বলেন, ‘আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াবো?’ ◈ আমাদের কাছে অপরাধী যে দলেরই হোক, প্রভাবশালীই হোক, কোনো ছাড় নেই: র‍্যাব মহাপরিচালক ◈ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ◈ দুর্ঘটনায় নিহত ফুটবলার জতার সম্মানে ২০ নম্বর জার্সি চিরতরে তুলে রাখছে লিভারপুল ◈ চাঁদাবাজের পক্ষে তদবির করলে গ্রেপ্তার, মিরপুরের এডিসি ◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড়

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৫, ১০:২৯ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দেশ যুবদল গে‌লো দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) দেশ ত্যাগ করেছে জুনিয়র টাইগাররা।

প্রোটিয়াদের মাটিতে প্রথমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ খেলবে জাওয়াদ আবরার-আজিজুল হাকিম তামিমরা। যেখানে তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল।

এই সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে স্ট্যান্ডবাই হিসেবে আছেন আরও চার ক্রিকেটার। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম।

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আগামী ১৭ জুলাই মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৯ ও ২২ জুলাই হবে সিরিজের বাকি দুই ওয়ানডে। সিরিজ শেষে ২৩ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা দেবে জুনিয়র টাইগাররা।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ৪ আগস্ট জিম্বাবুয়ের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের প্রথম ম্যাচ ৬ আগস্ট, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ৮ আগস্ট জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নামবে তামিম-জাওয়াদরা। ১০ আগস্ট হবে ফাইনাল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ অধিনায়ক), সামিউন বাসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হাসান, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফিউজ্জামান রাফি, কালাম সিদ্দীকি অ্যালেন, সানজিদ মজুমদার, শাহরিয়া আল আমিন, ফারজান আহমেদ আলিফ, মোহাম্মদ আব্দুল্লাহ, রিফাত বেগ, স্বাধীন ইসলাম।

স্ট্যান্ডবাই: শাহরিয়ার আহমেদ, শাহরিয়াল আজমীর, মোহাম্মদ সবুজ ও ফারহান শাহরিয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়