শিরোনাম
◈ কান্নাজড়িত কণ্ঠে সদ্য বাবাকে হারানো সোহাগের মেয়ে বলেন, ‘আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াবো?’ ◈ আমাদের কাছে অপরাধী যে দলেরই হোক, প্রভাবশালীই হোক, কোনো ছাড় নেই: র‍্যাব মহাপরিচালক ◈ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ◈ দুর্ঘটনায় নিহত ফুটবলার জতার সম্মানে ২০ নম্বর জার্সি চিরতরে তুলে রাখছে লিভারপুল ◈ চাঁদাবাজের পক্ষে তদবির করলে গ্রেপ্তার, মিরপুরের এডিসি ◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৫, ১০:২৮ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

৫ বলে ৫ উইকেট নিয়ে ঘ‌রোয়া ক্রিকে‌টে রেকর্ড গড়‌লেন আয়ারল্যান্ডের ক্যাম্ফার

স্পোর্টস ডেস্ক : ছেলেদের পেশাদার ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টানা পাঁচ বলে পাঁচটি উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েছেন আইরিশ অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। আয়ারল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে এই রেকর্ড গড়েছেন তিনি। -- অলআউট স্পোর্টস

বৃহস্পতিবার ইন্টার-প্রোভিনশিয়াল টি-টোয়েন্টি ট্রফির ম্যাচে নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে ২ ওভার ৩ বলে ১৬ রানের খরচায় ৫ উইকেট শিকার করেন মুনস্টার রেডসের হয়ে খেলা ক্যাম্ফার।

ডানহাতি এই পেসারের দুর্দান্ত স্পেলে ১৮৯ রানের লক্ষ্য তাড়ায় ওয়ারিয়র্স ৮৭ রানে ৫ উইকেট থেকে আর ১ রান যোগ করতে ৮৮ রানে গুটিয়ে যায়।

ক্যাম্ফারের টানা পাঁচ উইকেট শিকারের শুরুটা হয় ১২তম ওভারের পঞ্চম বলে, ইনসুইংয়ে জ্যারেড উইলসনের অফ স্টাম্প উপড়ে দিয়ে। পরের বলে গ্রাহাম হিউমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান তিনি।

এরপর ১৪তম ওভারের প্রথম বলে অ্যান্ডি ম্যাকব্রাইনকে তুলে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ক্যাম্ফার। পরের দুই বলে শেষ দুই ব্যাটারকে তুলে নিয়ে অবিশ্বাস্য কীর্তি গড়েন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।

তবে পেশাদার ক্রিকেটে পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়ার প্রথম কীর্তিটি গড়েছিলেন জিম্বাবুয়ে নারী অলরাউন্ডার কেলিস এন্ডলোভু। ২০২৪ সালে ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্টে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ঈগলস উইমেনের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি।

এর আগে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে টানা চার বলে চার উইকেট নিয়েছিলেন ক্যাম্ফার, ২০২১ সালে আবু ধাবিতে নেদারল্যান্ডসের বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়