শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৫, ০৬:৪৪ বিকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ক্লাব বিশ্বকাপে গোল্ডেন বুট জয় কর‌তে যারা এ‌গি‌য়ে আ‌ছেন

স্পোর্টস ডেস্ক : বেশ ক‌য়েকটা পর্ব শেষ ক‌রে ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ এখন সেমিফাইনাল মঞ্চায়নের জন্য প্রস্তুত। ৩২ দলের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় এখন টিকে আছে মাত্র চার দল। আর কদিন পরেই জানা যাবে কার হাতে উঠবে এবারের ক্লাব বিশ্বকাপ শিরোপা।

তবে শিরোপা লড়াইয়ের পাশাপাশি চলছে ব্যক্তিগত অর্জনের প্রতিযোগিতাও। যার মধ্যে অন্যতম আকর্ষণ গোল্ডেন বুট। আসরের সর্বোচ্চ গোলদাতার হাতে ওঠে এই পুরষ্কার। কে জিতবে এবার ক্লাব বিশ্বকাপের গোল্ডেন বুট- এমন প্রশ্ন ঘিরে এখন জমে উঠেছে আলোচনা।

এই মুহূর্তে ক্লাব বিশ্বকাপের চলতি আসরে গোলদাতাদের তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন চার জন। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড গঞ্জালো গার্সিয়া, বেনফিকার আনহেল ডি মারিয়া, আল-হিলালের মার্কোস লিওনার্দো এবং বরুশিয়া ডর্টমুন্ডের সেরহোউ গিরাসি—সবার নামের পাশে ৪টি করে গোল। তবে এদের মধ্যে শুধুমাত্র গার্সিয়ার দলই এখনও টুর্নামেন্টে টিকে রয়েছে। বাকি তিনজনের দল ছিটকে গেছে সেমিফাইনালের আগেই।

এই প্রেক্ষাপটে গোল্ডেন বুটের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন গঞ্জালো গার্সিয়া। কারণ ফাইনাল পর্যন্ত তিনি আরও দুটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। একটি গোল করলেই এককভাবে উঠে যাবেন শীর্ষে। বর্তমান পরিস্থিতিতে তাকেই ধরা হচ্ছে ট্রফির সবচেয়ে বড় দাবিদার।

সুযোগ আছে অন্যদেরও। ৩টি করে গোল করেছেন ৯ ফুটবলার। তবে ৩ গোল করা খেলোয়াড়দের মধ্যে চেলসির পর্তুগিজ ফরোয়ার্ড পেদ্রো নেতো টিকে আছে গোল্ডেন বুট লড়াইয়ে। সেমিফাইনালে ফ্লুমিনেন্সের বিপক্ষে মঙ্গলবার (৮ জুলাই) মুখোমুখি হবে তার দল। সেই ম্যাচে এবং সম্ভাব্য ফাইনালে গোল করার সুযোগ পাবেন তিনিও।

২টি করে গোল আছে ১৪ এর বেশি ফুটবলারের। এর মধ্যে অন্যতম পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমি। দুইটি গোল করে এই মরক্কোর ডিফেন্ডারও আছেন গোল্ডেন বুটের লড়াইয়ে। যদিও তিনি মূলত রক্ষণভাগের খেলোয়াড়, তবে গোল স্কোরিংয়ে নিজেকে প্রমাণ করেছেন তিনি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালে যদি তার দল জিততে পারে এবং দল ফাইনালে উঠে, তাহলে গোল বাড়িয়ে চমক দেখাতে পারেন হাকিমিও।

মিলিয়ে গোল্ডেন বুটের দৌড় এখন অনেকটাই তিনজনের মধ্যে সীমাবদ্ধ—গার্সিয়া, নেতো ও হাকিমি। বাকিদের পথ আগেই রুদ্ধ হয়ে গেছে। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত তাই নজর থাকবে এই তিনজনের পারফরম্যান্সে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়