শিরোনাম
◈ আনিসুল, রুহুল আমিন ও চুন্নুকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি ◈ তরুণ ভোটারদের পছন্দের শীর্ষে বিএনপি: জরিপ ◈ খালেদা জিয়ার কন্ঠ নকল করে ২৬ কোটি টাকা হাতিয়েছে একটি চক্র (ভিডিও) ◈ জামায়াতসহ ইসলামপন্থি দলগুলো কি নির্বাচন প্রলম্বিত করতে চাইছে ◈ নেপালের বিরু‌দ্ধে দু‌টি আন্তর্জা‌তিক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ চিঠিতে মূলত আমার যুক্তিগুলো তুলে ধরি, এটাকে অপব্যাখ্যা করা হয়েছে : ফয়েজ আহমদ তৈয়্যব ◈ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ◈ রাজনৈতিক হস্তক্ষেপ কমলেই ব্যাংক খাতে তৈরি হওয়া ঝুঁকি কমবে: গভর্নর আহসান এইচ মনসুর ◈ এনসিপির নেতাকর্মীর জন্য আমরা সবাই জীবন দিতে প্রস্তুত: হাসনাত আব্দুল্লাহ ◈ প্রকল্প বাস্তবায়নে অনিয়ম: দুর্ভোগ কমানোর বদলে সৌন্দর্য বর্ধনে ব্যস্ত ঠাকুরগাঁও প্রশাসন

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৫, ০৬:৪৪ বিকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ক্লাব বিশ্বকাপে গোল্ডেন বুট জয় কর‌তে যারা এ‌গি‌য়ে আ‌ছেন

স্পোর্টস ডেস্ক : বেশ ক‌য়েকটা পর্ব শেষ ক‌রে ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ এখন সেমিফাইনাল মঞ্চায়নের জন্য প্রস্তুত। ৩২ দলের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় এখন টিকে আছে মাত্র চার দল। আর কদিন পরেই জানা যাবে কার হাতে উঠবে এবারের ক্লাব বিশ্বকাপ শিরোপা।

তবে শিরোপা লড়াইয়ের পাশাপাশি চলছে ব্যক্তিগত অর্জনের প্রতিযোগিতাও। যার মধ্যে অন্যতম আকর্ষণ গোল্ডেন বুট। আসরের সর্বোচ্চ গোলদাতার হাতে ওঠে এই পুরষ্কার। কে জিতবে এবার ক্লাব বিশ্বকাপের গোল্ডেন বুট- এমন প্রশ্ন ঘিরে এখন জমে উঠেছে আলোচনা।

এই মুহূর্তে ক্লাব বিশ্বকাপের চলতি আসরে গোলদাতাদের তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন চার জন। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড গঞ্জালো গার্সিয়া, বেনফিকার আনহেল ডি মারিয়া, আল-হিলালের মার্কোস লিওনার্দো এবং বরুশিয়া ডর্টমুন্ডের সেরহোউ গিরাসি—সবার নামের পাশে ৪টি করে গোল। তবে এদের মধ্যে শুধুমাত্র গার্সিয়ার দলই এখনও টুর্নামেন্টে টিকে রয়েছে। বাকি তিনজনের দল ছিটকে গেছে সেমিফাইনালের আগেই।

এই প্রেক্ষাপটে গোল্ডেন বুটের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন গঞ্জালো গার্সিয়া। কারণ ফাইনাল পর্যন্ত তিনি আরও দুটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। একটি গোল করলেই এককভাবে উঠে যাবেন শীর্ষে। বর্তমান পরিস্থিতিতে তাকেই ধরা হচ্ছে ট্রফির সবচেয়ে বড় দাবিদার।

সুযোগ আছে অন্যদেরও। ৩টি করে গোল করেছেন ৯ ফুটবলার। তবে ৩ গোল করা খেলোয়াড়দের মধ্যে চেলসির পর্তুগিজ ফরোয়ার্ড পেদ্রো নেতো টিকে আছে গোল্ডেন বুট লড়াইয়ে। সেমিফাইনালে ফ্লুমিনেন্সের বিপক্ষে মঙ্গলবার (৮ জুলাই) মুখোমুখি হবে তার দল। সেই ম্যাচে এবং সম্ভাব্য ফাইনালে গোল করার সুযোগ পাবেন তিনিও।

২টি করে গোল আছে ১৪ এর বেশি ফুটবলারের। এর মধ্যে অন্যতম পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমি। দুইটি গোল করে এই মরক্কোর ডিফেন্ডারও আছেন গোল্ডেন বুটের লড়াইয়ে। যদিও তিনি মূলত রক্ষণভাগের খেলোয়াড়, তবে গোল স্কোরিংয়ে নিজেকে প্রমাণ করেছেন তিনি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালে যদি তার দল জিততে পারে এবং দল ফাইনালে উঠে, তাহলে গোল বাড়িয়ে চমক দেখাতে পারেন হাকিমিও।

মিলিয়ে গোল্ডেন বুটের দৌড় এখন অনেকটাই তিনজনের মধ্যে সীমাবদ্ধ—গার্সিয়া, নেতো ও হাকিমি। বাকিদের পথ আগেই রুদ্ধ হয়ে গেছে। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত তাই নজর থাকবে এই তিনজনের পারফরম্যান্সে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়