শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৫, ০৯:৩১ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দে‌শে রাজ‌নৈ‌তিক অ‌স্থিরতার ধু‌য়ো তু‌লে আগ‌স্টে সফ‌রে আস‌ছে না ভারতীয় ক্রিকেট দল

এল আর বাদল : হ‌লো না কো‌নো সিদ্ধান্ত, বিরাট–রোহিতদের ২২ গজে দেখার অপেক্ষা আরও বাড়ল। ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও সরকারি ঘোষণা না করলেও সূত্রের খবর, আগস্টে বাংলাদেশ সফরে আস‌ছে না টিম ইন্ডিয়া। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বোর্ড এখনও কিছু না জানালেও শীঘ্রই সরকারি বিবৃতি দিয়ে দেবে।

জানা যাচ্ছে, বাংলাদেশ সফরে ক্রিকেটারদের সুরক্ষার দিকটা ভেবে দেখছে বোর্ড। কারণ এখন বাংলাদেশে যথেষ্টই অস্থিরতা চলছে। এই পরিস্থিতিতে সে দেশে দল পাঠাতে রাজি নয় বিসিসিআই।

প্রসঙ্গত, ১৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বাংলাদেশে তিনটে ওয়ানডে ও তিনটে টি২০ ম্যাচ খেলার কথা ছিল ভারতের। রিপোর্টে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ড খুব তাড়াতাড়ি যৌথভাবে এই বিষয়ে বিবৃতি দিতে পারে। তবে এখনই সিরিজ বাতিল বলা হচ্ছে না। আপাতত তা পিছিয়ে যাচ্ছে। পরে কোনও সময় এই সিরিজ করা যাবে কি না তা নিয়ে আলোচনা হবে দু’দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে।

রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী মাসে সিরিজ হওয়ার কোনও সম্ভাবনা নেই। এক ভারতীয় সম্প্রচারকারী সংস্থা জানিয়েছে, বিসিবির তরফ থেকে বলা হয়েছে এখন ভারতের সঙ্গে সিরিজ হবে না। তাই টেন্ডার ডাকা হলেও সম্প্রচারের স্বত্ব বিক্রি হয়নি। আপাতত পাকিস্তান সিরিজ নিয়ে ব্যস্ত বাংলাদেশ বোর্ড। সম্ভবত আগামী সপ্তাহেই সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। 

বাংলাদেশ সিরিজ বাতিল বা পিছিয়ে গেলে কবে হবে তা ঠিক নেই। এরপর ভারতের সীমিত ওভারের সিরিজ রয়েছে অক্টোবরে। ১৯ অক্টোবর থেকে সেই সিরিজ শুরু হবে। তাই রোহিত, বিরাটকে ফের ২২ গজে দেখার জন্য অন্তত তিন মাস অপেক্ষা করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়