শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৫, ১২:১৬ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক

স্পোর্টস ডেস্ক : ভারত-ইংল্যান্ড টেস্টে বাংলা‌দে‌শি আম্পায়া‌রের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে ইংলিশ ক্রিকেটাররা। সরাসরি বিরক্তি প্রকাশ করেছেন পেসার ক্রিস ওকস।

ভারত ইনিংসে দুইবার উইকেট পেতে পেতেও মিস করেছেন ওকস। দুবারই আউট দেননি আম্পায়ার সৈকত। পরে রিভিউতে দেখা যায় শুধু আম্পায়ার্স কল বলেই বেঁচে গেছেন ব্যাটসম্যান। আর এ কারণেই বিরক্ত ইংলিশ পেসার ক্রিকেটের নিয়মে পরিবর্তনও চান। --‌ডেই‌লি ক্রিকেট

ওকস প্রথম উইকেট বঞ্চিত হন ইনিংসের সপ্তম ওভারের দ্বিতীয় বলে যশস্বী জয়সওয়ালের বিপক্ষে। এরপর একই পরিণতি করুণ নায়ারের বিপক্ষেও।

নায়ারের ঘটনা নিয়েই বেশি আলোচনা হচ্ছে। ১১তম ওভারের চতুর্থ বলটি ভারতীয় ব্যাটার ছেড়ে দেন। কিন্তু হিট করেছে প্যাডে। জোরালো আবেদনের পরও সাড়া দেননি আম্পায়ার সৈকত। রিভিউ নেন ইংলিশ কাপ্তান বেন স্টোকস।

আম্পায়ার্স কলের কারণে নট আউটের সিদ্ধান্ত আসলে মাঠে বাজেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ওকস।

পরে সংবাদ মাধ্যমকে ৩৬ বছর বয়সী ইংলিশ অলরাউন্ডার বলেন, ‘রিভিউ আসায় বোলারদের অনেক সুবিধা হয়েছে। কিন্তু একটা নিয়ম বদলানো দরকার। যদি ব্যাটার কোনও শট না খেলে এবং রিভিউতে দেখা যায় যে বল উইকেটে লাগছে, তা হলে আউট হওয়া উচিত। সে ক্ষেত্রে উইকেটের মাঝে লাগল না ছুঁয়ে বেরিয়ে গেল তা দেখা উচিত নয়।

আম্পায়ার্স কলের কারণে উইকেট বঞ্চিত হওয়া ওকস হতাশার কথা জানিয়ে যোগ করেন, 'সত্যিই প্রচণ্ড হতাশ লেগেছে। দলের জন্য ভালো খেলতে চাইলে আবেগের বহিঃপ্রকাশ হবেই। ওই সিদ্ধান্তগুলো আমাদের পক্ষে গেলে পরিস্থিতি সম্পূর্ণ অন্য রকম হতো। অনায়াসে ৩০ রানের মধ্যে ভারতের তিনটি উইকেট ফেলে দিতে পারতাম। তবে এটাই ক্রিকেট খেলা। সব ভুলে এগিয়ে যেতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়