শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৫, ১২:০৭ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

‌জতার এভা‌বে চলে যাওয়া মে‌নে নি‌তে পারছেন না ক্রিশ্চিয়া‌নো রোনালদো

স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদো ও দিয়োগো জতা পর্তুগালের হয়ে গত মাসেই স্পেনকে হারিয়ে একসঙ্গে উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতেছিলেন। 

এর এক মাস না পেরুতেই গাড়ি দুর্ঘটনায় পরপারে পাড়ি জমিয়েছেন জতা। সতীর্থের এই অকাল প্রয়াণ যেন মেনে নিতে পারছেন না রোনালদো। এছাড়াও শোকে স্তব্ধ হয়ে গেছে জতার ক্লাব লিভারপুল। -- অলআউট স্পোর্টস

স্পেনের সামোরা প্রদেশের সেরনাদিয়া অঞ্চলে বুধবার মধ্যরাতের পর গাড়ি দুর্ঘটনায় ছোট ভাই আন্দ্রে সিলভাসহ মারা যান জতা। তার বয়স হয়েছিল ২৮ বছর। গত ২২ জুন দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জতা। তাদের সংসারে তিনজন সন্তান রয়েছে।

জতার মৃত্যুর সংবাদের পর সামাজিক যোগাযোগ মধ্যমে শোকগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রোনালদো লেখেন, এটার কোনো মানে হয় না। আমরা কয়েকদিন আগেই জাতীয় দলে একসঙ্গে ছিলাম। তুমি মাত্রই বিয়ে করলে। তোমার পরিবার, তোমার স্ত্রী ও তোমার সন্তানদের আমার সমবেদনা জানাচ্ছি। আমি জানি তুমি তাদের সঙ্গে থাকবে। শান্তিতে থেকো দিয়োগো ও আন্দ্রে। আমরা সবাই তোমাদের মিস করব।”

২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন জতা। অলরেডদের হয়ে এই ফরোয়ার্ড জিতেছিলেন চারটি শিরোপা। অবদান রেখেছিলেন গত মৌসুমের দলের প্রিমিয়ার লিগ জয়েও। দলটির হয়ে সব প্রতিযোগিতায় মিলিয়ে ১৮২ ম্যাচে তিনি ৬৫টি গোল করেছেন।

ক্লাবের তরফ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “দিয়োগো জটার মর্মান্তিক মৃত্যুতে লিভারপুল ফুটবল ক্লাব স্তব্ধ।

দিয়োগো ও আন্দ্রের পরিবার, বন্ধুবান্ধব, সতীর্থ এবং ক্লাব স্টাফদের গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। কারণ তারা একটি অকল্পনীয় ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। তাদের প্রতি আমরা পূর্ণ সমর্থন অব্যাহত রাখব।”

সাবেক শিষ্যর বিদায় মেনে নিতে পারছেন না ইয়ুর্গেন ক্লপও। ইনস্টাগ্রামে লিভারপুলের সাবেক এই কোচ লেখেন, “দিয়োগো ও তার ভাই আন্দ্রের মৃত্যুতে আমি মর্মাহত। দিয়োগো শুধু একজন দুর্দান্ত খেলোয়াড়ই ছিল না, অসাধারণ বন্ধু, যত্নশীল স্বামী ও বাবাও ছিল! আমরা তোমাকে অনেক মিস করব!”

জতার মৃত্যু শোক জানিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, পর্তুগিজ প্রধানমন্ত্রী লুইস মন্তেনেগ্রো, টেনিস তারকা রাফায়েল নাদাল, বাস্কেটবল তারকা লেব্রন জেমসসহ বিশ্বের বিভিন্ন ফুটবল ক্লাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়