শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ২৯ জুন, ২০২৫, ১০:২৯ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আমার বিশ্বাস শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ : তাস‌কিন

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিরু‌দ্ধে হতাশার টেস্ট সিরিজ পার কর‌লো বাংলা‌দেশ। এখন অ‌পেক্ষা লঙ্কান‌দের বিরু‌দ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের। 

এই সিরিজ দিয়ে চোট কাটিয়ে ফিরছেন পেসার তাসকিন আহমেদ। তার বিশ্বাস ওয়ানডে সিরিজটা জিতবে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজের দলের আছেন এমন ক্রিকেটারদের একাংশ গত ২৭ জুন দেশ ছেড়েছে। বাকি বহরের মধ্যে তাসকিন গেলেন শ‌নিবার (২৮ জুন)।

তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাওয়া তাসকিন বিমানবন্দরে সংবাদ মাধ্যমকে জানালেন, 'একজন টিম ম্যান হিসেবে আমার দলের জয়ে ভূমিকা রাখতে চাই। আর ইনশা আল্লাহ, আমার বিশ্বাস আমরা সিরিজ জিতব। আমি অনেক উদ্‌গ্রীব হয়ে আছি। আজকে বের হওয়ার সময় অনেক ভালো লাগছে, মাঝখানে প্রায় তিন মাসের মতো খেলার সুযোগ হয়নি, খেলতে পারিনি।

নিজের বর্তমান অবস্থার কথা জানিয়ে ডানহাতি পেসার শোকরিয়া আদায় করলেন সৃষ্টিকর্তার, 'হ্যাঁ, এখন ভালো লাগছে। আল্লাহর কাছে শোকরিয়া আবার দলে ফিরলাম। যাচ্ছি তো এখন, একটাই প্রত্যাশা—জয়ের পেছনে যেন আমার ভূমিকা থাকে।

‘যেকোনো খেলোয়াড়ের জন্যই এটা অনেক দুঃখজনক, চোটের কারণে মাঠের বাইরে থাকা। এটা আসলে জীবনেরই অংশ, বিশেষ করে ফাস্ট বোলারদের অনেক চোট হয়। এটা এখন আমার জন্য খুশির ব্যাপার, আল্লাহর রহমতে আবার ফিরেছি। আশা করি ভালো কিছু করব।’

শুধু ওয়ানডে নয় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজেও নজর তাসকিনের। হার-জিত এক পাশে রেখে সেরাটা দিতে চান টাইগার গতি তারকা।

তাসকিন যেমনটা বলছিলেন, 'ওয়ানডে আর টি-টোয়েন্টি দুই সংস্করণেই জিততে চাই। হারজিত তো থাকবেই, কিন্তু ইনশা আল্লাহ আমরা সেরাটা দেব, আমার বিশ্বাস আছে।’

উল্লেখ্য, আগামী ২, ৫ ও ৮ জুলাই মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। এরপর ১০, ১৩ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে টি-তোয়েন্টি সিরিজের ম্যাচগুলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়