শিরোনাম
◈ মিটফোর্ডে সোহাগ হত্যার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার ◈ একদিনে ৭৮ প্রাণ, ৮০০’র বেশি নিহত ত্রাণ কেন্দ্রে, ইসরায়েলি হামলা অব্যাহত ◈ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা পাচ্ছেন দশম গ্রেড ◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ

প্রকাশিত : ১৭ জুন, ২০২৫, ১১:০৯ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দেখা হলে সাকিবকে  জিজ্ঞাসা করবো কেন আমার বিরু‌দ্ধে ভুল তথ্য দি‌য়ে‌ছি‌লেন : তা‌মিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : সাকিব aআল হাসান ও তামিম ইকবালের বন্ধুত্ব দেখে ঈর্ষান্বিত হতো অনেকেই। একটা সময়ে দুই বন্ধুকে উদাহরণ হিসেবেও তুলে ধরতো কেউ কেউ।

অথচ সেই সম্পর্কেও তৈরি হয়েছে দূরত্ব, ফাটল ধরেছে বন্ধনে। কাঁধে হাত রেখে পথ চলা থেকে দুজনের পথ যেনো বেঁকে গেছে দুদিকে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি তামিমের। দেশ ছাড়ার আগে তখনকার অধিনায়ক সাকিব দিয়েছেন বিস্ফোরক এক সাক্ষাৎকার। যেখানে তামিমকে নিয়ে নেতিবাচক বার্তার ছিল ছড়াছড়ি। সাবেক টাইগার ওপেনার বেছে বেছে ম্যাচ খেলতে চান বলেও মন্তব্য করেছিলেন সাকিব।

এতো দিন পর এসে ওই ইস্যুতে মুখ খুললেন তামিম। জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন এমন মিথ্যা তথ্য কেন দিয়েছিলেন সাকিব, কখনো আড্ডায় বসলে তা জিজ্ঞাসা করবেন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক যেমনটা বলছিলেন, 'কষ্ট পাওয়ার চেয়ে বিস্মিত হয়েছিলাম বেশি। সে তার মতামত দিয়েছে। কিছু ভুল তথ্য দিয়েছে। ওখানে সাকিব একটা কথা বলেছে– আমি বেছে বেছে ম্যাচ খেলতে চেয়েছি। এটা সে কোথায় পেয়েছে?'

'ফিজিও বলেননি, নির্বাচকরা বলেননি, আমিও বলিনি। কোনো দিন সাকিবের সঙ্গে দেখা হলে, আমরা আড্ডায় বসলে অবশ্যই বিষয়টি জানতে চাইব তাঁর কাছে।

এক সময়ের এতো কাছের বন্ধু, অথচ মাঝে দূরত্ব বেড়ে হয়েছে পাহাড় সমান। ধীরে ধীরে কিছুটা শিথিল হওয়ার আভাস অবশ্য মিলছে।

হার্ট অ্যাটাক করে তামিম যখন হাসপাতালে জীবন-মৃত্যুর সাথে লড়ছিলেন তখন সামাজিক যোগাযগ মাধ্যমে আবেগঘন পোস্ট দেন সাকিব। পাশাপাশি তার বাবা-মাকেও পাঠিয়েছেন হাসপাতালে।

দুজনের সম্পর্ক ঠিক করার ক্ষেত্রে বিসিবি ভালো কোনো উদ্যোগ নেয়নি বলে এবার নতুন করে তথ্য দিলেন তামিম। দুজনকে পাশে বসিয়ে ঝামেলা মেটানোর চেষ্টা করেনি বলেও অভিযোগ আছে সাবেক টাইগার অধিনায়কের।

তিনি বলেন, 'বন্ধুত্বের মধ্যে দূরত্ব অনেক কারণেই হতে পারে। তবে আমাদের মধ্যে সৃষ্ট দূরত্ব ঘোচাতে বিসিবি থেকে কেউ চেষ্টা করেননি। তারা আলাদাভাবে কথা বলেছেন, দু’জনকে একসঙ্গে বসিয়ে কথা বলার চেষ্টা করেননি।'

নিকট ভবিষ্যতে কি জোড়া লাগবে পুরোনো সম্পর্ক? দেখা হলে সাকিবকে কীইবা বলবেন তামিম?
এমন প্রশ্নের উত্তরে বাঁহাতি ওপেনার বললেন, 'আমি জিজ্ঞেস করব, তুমি কেমন আছ। সব ঠিকঠাক আছে তো (হাসি)। আমি নিশ্চিত ও আমাকে জিজ্ঞেস করবে, কেমন আছি। পরিবার ভালো আছে কিনা। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি– ও আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমি তাকে দেখে মুখ ফিরিয়ে নেব না। এটা সম্ভব না।'

বন্ধুত্বের কাছে হার মানে পৃথিবীর অনেক বড় কিছুও। যে সম্পর্ক একদিন উদাহরণ হয়েছিলো সবার কাছে সে সম্পর্ক ক্যারিয়ারের শেষ বেলায় এসে আবারও জোড়া লাগবে, এমন প্রত্যাশা করতেই পারেন সমর্থকরা। যে ছবিটা হাসি ফোটাতে পারে কোটি ভক্তের মুখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়