শিরোনাম
◈ ইসরায়েলের প্রতিশ্রুতি ভঙ্গের ইঙ্গিত লেখা ছিল কুরআনে (ভিডিও) ◈ মাছ কেটে প্রতি মাসে অর্ধ কোটি টাকা উপার্জন করেন কুমিল্লা নগরীর শতাধিক মাছকাটা শ্রমিক! ◈ ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকের পর রাজনীতিতে স্বস্তির ইঙ্গিত: সৈয়দা রিজওয়ানা হাসান ◈ নজিরবিহীন সতর্কতা জারি: ইরানি নাগরিকদের যা বলছে ইসরায়েল ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে: সিইসি ◈ যে ইরানি ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছেন! ◈ ঈদের বিরতির পর নগর ভবনে ফের ইশরাক ◈ চীনে কারখানায় রোবটের হামলায় আতঙ্ক, ভিডিও ভাইরাল ◈ দুবাইয়ে ৬৭ তলা ভবনে ভয়াবহ আগুন ◈ হাইফা থেকে আশদোদ পর্যন্ত ইরানি ক্ষেপণাস্ত্র হামলা; ইসরাইলের কৌশলগত ভুল কী ছিল?

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০৬:২৩ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে না উঠেও ১৬ লাখ ডলার পা‌বে ভারত 

স্পোর্টস ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। ফাইনালে উঠতে পারেনি ভারত। কিন্তু তাতে উপার্জনে কোনও ঘাটতি নেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে না উঠেও কোটি কোটি টাকা পাবে ভারতীয় দল। ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে বারো কোটি। তৃতীয় স্থানে শেষ করে টিম ইন্ডিয়া। তবে ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে যে অর্থ পেয়েছিল অস্ট্রেলিয়া, প্রায় সমান অর্থ পাবে ভারতীয় দল।

ভারতকে হারিয়ে মার্কিন ডলারে ১.৬ মিলিয়ন পেয়েছিল অস্ট্রেলিয়া দল। এবার চ্যাম্পিয়ন না হয়েও প্রায় সমান অর্থ পাবে টিম ইন্ডিয়া। ফাইনালের চ্যাম্পিয়ন দল পাবে ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার। রানার্স আপ পাবে ২.১ মিলিয়ন মার্কিন ডলার।
 
আজ বুধবার ( ১১ জুন ) লর্ডসে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্যাট কামিন্সের নেতৃত্বে খেতাব ধরে রাখতে চাইবে অস্ট্রেলিয়া। ২০২৩ সালের জুনে ওভালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অজিরা। অন্যদিকে আইসিসি খেতাবের জন্য দুই দশকের প্রতীক্ষার অবসান ঘটাতে চাইছে তেম্বা বাভুমারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রায় প্রথম পাঁচ টেস্টের মধ্যে একটাতে জেতে দক্ষিণ আফ্রিকা।

পরের সাত টেস্টে অপরাজিত থাকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় একনম্বরে শেষ করে প্রোটিয়ারা। ১২ ম্যাচের মধ্যে আটটিতে জেতে। অন্যদিকে দ্বিতীয় স্থানে ছিল অস্ট্রেলিয়া। ১৯ ম্যাচের মধ্যে ১৩টিতে জেতে অজিরা। এক দশক পর বর্ডার-গাভাসকর ট্রফি জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জন করে অস্ট্রেলিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়