শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ১৫ জুন, ২০২৫, ০২:০৫ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীর হাতিয়ায় সরকারি জমি দখল করে অবৈধ মাছঘাট নির্মাণ, প্রশাসনের হস্তক্ষেপে কাজ বন্ধ

মো: সোহেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের কাজির বাজার এলাকায় সরকারি জমি দখল করে অনুমতি ছাড়াই অবৈধ মাছঘাট নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ দুটি পক্ষের মধ্যে এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালে চর ঈশ্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জেলে ও মাছ ব্যবসায়ীদের সুবিধার জন্য তৎকালীন সংসদ সদস্য মোহাম্মদ আলীর উদ্যোগে ‘এম. আলী পাইতান ঘাট’ নামে একটি মাছঘাট নির্মিত হয়। পরবর্তীতে ২০২৪ সালের বর্ষায় জোয়ারের স্রোতে ঘাটটি ভেঙে যায় এবং তা পুনর্গঠন করে ব্যবহার শুরু করেন স্থানীয় জেলে ও ব্যবসায়ীরা।

চলতি বছরের শুরুতে ঘূর্ণিঝড় ‘শক্তি’র আঘাতে ঘাটটি পুরোপুরি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরপর জেলে ও মাছ ব্যবসায়ীরা চর ঈশ্বর ইউনিয়ন বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে কাজির বাজার এলাকায় একটি স্থায়ী মাছঘাট নির্মাণের পরিকল্পনা করেন।

তবে গত মঙ্গলবার ঘাট নির্মাণের খবর ছড়িয়ে পড়লে চর ঈশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা আবদুল হালিম আজাদ, ইউপি সদস্য আকবর ও ইসমাইলের নেতৃত্বে একটি পক্ষ প্রশাসনের অনুমতি ছাড়াই সরকারি জায়গায় জোরপূর্বক ঘাট নির্মাণের কাজ শুরু করে। বিষয়টি স্থানীয়রা প্রশাসনকে জানালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দেন।

স্থানীয় মাছ ব্যবসায়ী খবির ব্যাপারী, আলাউদ্দিন মাঝি ও কালাম ব্যাপারী অভিযোগ করেন, ঘূর্ণিঝড়ে পুরোনো ঘাটটি ভেঙে যাওয়ার পর তারা প্রশাসনের অনুমতি নিয়েই বিএনপি-সমর্থিত উদ্যোগে নতুন ঘাট নির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু সেই উদ্যোগের খবর প্রকাশের পরই আওয়ামী লীগ-ঘনিষ্ঠ একটি গোষ্ঠী দখল করে ঘাট নির্মাণ শুরু করে। প্রশাসনের হস্তক্ষেপে কাজ বন্ধ হলেও পরে আবার তারা গোপনে নির্মাণ কাজ শুরু করে দেয় বলে অভিযোগ ওঠে।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ জানান, পুরোনো ঘাটটি ভেঙে যাওয়ার পর মাছ ব্যবসার সুবিধার্থে জেলেরা অস্থায়ীভাবে মাছ বিক্রির জন্য ইউএনও বরাবর লিখিত আবেদন করেন এবং কাজির বাজার এলাকায় প্রস্তুতি নেয়া হয়। তিনি বলেন, বিএনপির কিছু লোক এই ঘাট নির্মাণে বাধা দিয়ে চাঁদাবাজির চেষ্টা করছে।

এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউদ্দিন বলেন, “সরকারি জায়গায় অবৈধভাবে ঘাট নির্মাণের অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। কেউ পুনরায় এমন কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়