শিরোনাম
◈ এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন আজ থেকে শুরু, যেভাবে করবেন ◈ `মব ভায়োলেন্স' থামানো যাচ্ছে না কেন ◈ বাংলা‌দেশ যুবদল গে‌লো দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে ◈ ভূমধ্যসাগর পেরিয়ে আসা অভিবাসীদের আশ্রয় প্রক্রিয়া তিন মাসের জন্য স্থগিত করলো গ্রিস ◈ ভারতীয় কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে গুলি ◈ বাংলাদেশ সফর স্থগিত করায় শ্রীলঙ্কার কাছ থেকে সিরিজ খেলার প্রস্তাব পেলো ভারত ◈ সাকিব আল হাসা‌নের অলরাউন্ড পারফর‌মে‌ন্সে দুবাইয়ের দাপুটে জয় ◈ ১১ মাস ধরে বন্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য বৈঠক, বেনাপোলে বাণিজ্যে স্থবিরতা ◈ জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের আদেশ সারা দেশে স্থগিত করলেন মার্কিন ফেডারেল বিচারক ◈ ১০০ বছর বয়সেও কর্মচঞ্চল মাহাথির: দীর্ঘায়ুর ৬টি অভ্যাস জানালেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪ জুন, ২০২৫, ০৭:৫৫ বিকাল
আপডেট : ১০ জুলাই, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইংল্যান্ড সিরিজ় শুরুর আগেই আচমকা দেশে ফিরে আসতে হচ্ছে ভারতীয় কোচ গম্ভীরকে

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে শুক্রবার থেকে শেষ প্রস্তুতি ম্যাচ শুভমন গিলদের। এ দিনই লন্ডন থেকে নয়াদিল্লির বিমান ধরবেন কোচ গৌতম গম্ভীর। বিশেষ কারণে হঠাৎ দেশে ফিরতে হচ্ছে ভারতীয় দলের কোচকে।

পারিবারিক জরুরি কারণে দেশে ফিরতে হচ্ছে গম্ভীরকে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাঁর মা সীমা গম্ভীর হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন বুধবার। -- আনন্দবাজার

মায়ের অসুস্থতার খবর পেয়ে দেশে ফিরছেন গম্ভীর। ফলে শেষ প্রস্তুতি ম্যাচে দলের সঙ্গে থাকতে পারবেন না ভারতীয় দলের কোচ। বিশেষ পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুমতি নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে তাঁকে। মাকে দেখে এবং চিকিৎসা সংক্রান্ত সব ব্যবস্থা করে আবার ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর। প্রথম টেস্ট শুরুর আগেই তিনি ইংল্যান্ড চলে যাবেন। ভারতীয় শিবির সূত্রে খবর, সব ঠিক থাকলে ১৭ জুন দলের সঙ্গে যোগ দেবেন কোচ।

আগামী ২০ জুন হেডিংলেতে শুরু হবে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। এই সিরিজ় দিয়েই ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করবে ভারতীয় দল। বিরাট কোহলি, রোহিত শর্মার অবসরের পর এটাই ভারতের প্রথম টেস্ট সিরিজ়। তার উপর ঘরের মাঠে নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার-গাওস্কর সিরিজ় হেরে চাপে গম্ভীর। সব মিলিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় ভারতীয় শিবিরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়