স্পোর্টস ডেস্ক : ৪০ বছরের এই ক্রিকেটার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গড়লেন অনন্য এক নজির। ফিনল্যান্ডের এই মিডিয়াম পেসার ৮ বলে ৫ উইকেট নিয়েছেন এস্তোনিয়ার বিপক্ষে। এটিই টি-টোয়েন্টি ক্রিকেটের দ্রুততম ৫ উইকেটের রেকর্ড।
এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন বাহরাইনের জুনায়েদ আজিজ। জার্মানির বিপক্ষে ১০ বলের মধ্যে নিয়েছিলেন ৫ উইকেট।
তবে পূর্ণ সদস্য দেশের মধ্যে এই রেকর্ড আফগানিস্তানের রাশিদ খানের। এই লেগ স্পিনার ১১ বলের মধ্যে নিয়েছিলেন ৫ উইকেট।
আগে ব্যাট করে এস্তোনিয়া ১৯.৪ ওভারে ১৪১ রানে অলআউট হয়। ১ উইকেটে ৭২ থেকে তাদের এমন পরিণতির কারণ মিডিয়াম পেসার মহেশ।
ভারতীয় বংশোদ্ভূত এই পেসার ১৯ রান খরচায় নেন ৫ উইকেট। ১৭তম ওভারে বোলিংয়ে এসে নিজের স্পেলের প্রথম ৮ বলেই তুলে নেন প্রতিপক্ষের ৫ ব্যাটারকে।
এরপর ম্যাচটা ৫ উইকেটে জিতে নেয় ফিনল্যান্ড। তবে জয় পরাজয় ছাপিয়ে মহেশের ৮ বলে ৫ উইকেট নেওয়াই আলোচনার খোরাক জুগিয়েছে।