শিরোনাম
◈ মূল্যস্ফীতির লাগাম টানতে কড়াকড়ি, বিনিয়োগ বাড়াতে ভারসাম্যের খোঁজে বাংলাদেশ ব্যাংক ◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৫, ১০:৫১ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইংল‌্যা‌ন্ডের ওভালে গ্রাউন্ডসম্যানের সঙ্গে ভারত কোচের বাকবিতণ্ডা

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট শুরুর আগে ম্যাচের ভেন্যু ওভালে দলের অনুশীলনের সময় প্রধান গ্রাউন্ডসম্যানের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। -- অলআউট স্পোর্টস

ঘটনাটি ঘটে মঙ্গলবার ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলনের সময়। খেলোয়াড়দের আগেই মাঠে ঢোকেন গম্ভীরসহ দলের সহকারী কোচরা। সে সময় প্রধান গ্রাউন্ডসম্যান লি ফোর্টিসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান গম্ভীর।

ভারত কোচের সঙ্গে ফোর্টিসের কি নিয়ে তর্ক লেগেছিল সে বিষয়ে কিছু জানা না গেলেও এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, ভারত দল মূল স্কয়ারের বড় একটি অংশে অনুশীলন শুরু করলে আপত্তি তোলেন ফোর্টিস। ভারতীয় দলের সদস্যরা পিচের খুব কাছাকাছি চলে যাওয়ায় তিনি চিন্তিত হয়ে পড়েন।

এ নিয়ে প্রথমে ফোর্টিসের সঙ্গে কথা বলছিলেন ভারতের সহকারী কোচ সিতাংশু কোটাক। কিন্তু সেখানে গম্ভীর প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সে সময় ফোর্টিসকে গম্ভীরের উদ্দেশে বলতে শোনা যায়, গালাগালি বন্ধ করতে। তা নাহলে তিনি ম্যাচ রেফারির কাছে গম্ভীরের নামে অভিযোগ করবেন।

এরপর ফোর্টিসের উদ্দেশে গম্ভীর বলেন, “তুমি থামো। তুমি আমাদের বলে দিতে পারো না কী করতে হবে।… তুমি আমার দলের কাউকেই বলে দিতে পারো না আমাদের কী করতে হবে। তোমার কোনো অধিকার নেই। তুমি কেবল একজন গ্রাউন্ডসম্যান, তোমার সীমার মধ্যে থাকো। তুমি কেবলই একজন গ্রাউন্ডসম্যান, এর বেশি কিছু না।

পিচ থেকে দূরত্ব বজায় রাখতে বলা বিষয়টিকে খুব একটা ভালোভাবে নেননি কোটাকও। 

“আমরা যখন উইকেট দেখতে যাই, তখন মাঠকর্মীদের একজন বলেন কমপক্ষে আড়াই মিটার দূরে দাঁড়াতে হবে, যেটা অবাক করার মতো ছিল। কারণ এটা একটা পিচ, কাল বাদে পরশু এখানে পাঁচ দিনের টেস্ট শুরু হবে। আমরা সেখানে আমাদের দৌড়ানোর জুতো পরে দাঁড়িয়েছিলাম। তাই আমাদের কাছে বিষয়টা অদ্ভুত লেগেছে।”

গম্ভীর-ফোর্টিসের বাকবিতণ্ডার বিষয়ে কোনো মন্তব্য না করলেও কোটাক ইঙ্গিত দেন, গ্রাউন্ডসম্যানের কথাবার্তার ধরণ হয়ত পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে।

বৃহস্পতিবার ৩১ জুলাই শুরু হবে সিরিজের শেষ টেস্ট। পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়