শিরোনাম
◈ পশ্চিমবঙ্গের অনেক মুসলমান বাসিন্দা বাংলাদেশি হিসেবে আটকের ভয়ে গুরুগ্রাম ছাড়ছেন ◈ টপ এন্ড টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌তে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ এ' দল ◈ গাজায় ক্ষুধা একটি অস্ত্র: ইসরাইল কীভাবে খাদ্যকে যুদ্ধের হাতিয়ার বানিয়েছে ◈ মূল্যস্ফীতির লাগাম টানতে কড়াকড়ি, বিনিয়োগ বাড়াতে ভারসাম্যের খোঁজে বাংলাদেশ ব্যাংক ◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১৫ জুন, ২০২৫, ০৪:২০ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বৈভব সূর্যবংশীর থেকেও ভয়ঙ্কর ব্যাটার ভারতের আয়ান রাজা, খেল‌ে‌ছেন ১৩৪ বলে ৩২৭ রানের ইনিংস

স্পোর্টস ডেস্ক : মাত্র ১৪ বছর বয়লে আইপিএলে বিধ্বংসী সেঞ্চুরি গড়ে সকলের নজর কেড়ে নিয়েছেন বৈভব সূর্যবংশী। বর্তমানে তিনি ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এবার শিরোনামে উঠে বৈভব সূর্যবংশীর থেকেও এক ভয়ঙ্কর ব্যাটার। ১৩৪ বলে ৩২৭ রানের মারকাটারি ইনিংস খেলে সকলকে অবাক করে দিয়েছেম মাত্র ১৩ বছরের ভারতীয় ব্যাটার। --- নিউজ ১৮

ভারতীয় ক্রিকেটে আরও এক উঠতি প্রতিভার আগমন ঘটেছে। বয়স মাত্র ১৩, কিন্তু ব্যাট হাতে মাঠে নেমে যেন অভিজ্ঞতার ছাপ রেখে যাচ্ছেন মুজাফফরপুরের নিম চকের বাসিন্দা আয়ন রাজ। সম্প্রতি মুজাফফরপুর জেলা ক্রিকেট লিগের অনূর্ধ্ব-১৪ বিভাগে এক অভূতপূর্ব ইনিংস খেলে সবাইকে চমকে দিয়েছেন এই কিশোর প্রতিভা।
বৃহস্পতিবার, শুভঙ্করপুর পাটাহি মাঠে অনুষ্ঠিত জেলা ক্রিকেট লিগের একটি ৩০ ওভারের ম্যাচে, সংস্কৃতি ক্রিকেট অ্যাকাডেমির হয়ে খেলতে নেমে আয়ন রাজ ১৩৪ বলে অপরাজিত ৩২৭ রান করেন। এই বিধ্বংসী ইনিংসে ৪১টি চার ও ২২টি ছক্কা মারে সে। স্ট্রাইক রেট ছিল ২০০-রও বেশি। এমন ইনিংস ভারতীয় যুব ক্রিকেটের ইতিহাসে বিরল এবং বিস্ময়কর।

আয়ন ক্রিকেট খেলছে মাত্র ৫ বছর বয়স থেকে। তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও অনুপ্রেরণা বৈভব সূর্যবংশী। যিনি ইতিমধ্যেই ১৪ বছর বয়সে ক্রিকেট জগতে খ্যাতি অর্জন করেছেন। বৈভব ও আয়ন ছোটবেলা থেকেই একসঙ্গে অনুশীলন করতেন। আয়নের ভাষায়, “বৈভব ভাইয়ার সাথে প্রতিবার কথা বললেই আমি অনুপ্রাণিত হই। আমরা ছোটবেলায় একসঙ্গে খেলতাম, আজ সে বড় হয়েছে, আমিও তার পথ অনুসরণ করছি।

আয়নের লক্ষ্য একদিন ভারতের জাতীয় দলে খেলা। তার বাবাও একসময় ক্রিকেট খেলতেন এবং তার স্বপ্ন ছিল দেশের হয়ে প্রতিনিধিত্ব করা. যা শেষ পর্যন্ত পূরণ হয়নি। আয়ন আজ সেই স্বপ্ন বাস্তব করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। পরিবার সবসময় তার পাশে থেকেছে এবং তার প্রতিভা বিকাশে উৎসাহ দিয়েছে।

আয়নের সাফল্যের পিছনে রয়েছে অদম্য পরিশ্রম ও অধ্যবসায়। বৃষ্টি হোক বা উৎসব, ক্লাব বন্ধ থাকলেও আয়ন থেমে থাকেন না। বাড়ির ছাদে বানানো ইনডোর প্র্যাকটিস রুমেই চলে তার নিয়মিত অনুশীলন। পড়াশোনার চেয়ে ক্রিকেটেই তার মনোযোগ বেশি। দিনে-রাতে একটাই লক্ষ্য—ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করা।

আয়ন রাজের এই অনন্য কীর্তি শুধু মুজাফফরপুর বা বিহার নয়, গোটা দেশের ক্রিকেট অনুরাগীদের মনে আশা জাগিয়েছে। ১৩ বছর বয়সে এই ধরনের ইনিংস শুধু প্রতিভার প্রমাণ নয়, বরং ভবিষ্যতের ভারতীয় ক্রিকেটের সম্ভাবনার পরিচয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়