স্পোর্টস ডেস্ক :এই ঘটনা পাড়ার ক্রিকেটে নয়। ইংল্যান্ডের তৃতীয় স্তরের ম্যাচে। মিডলসেক্স ক্রিকেট লিগের ম্যাচে নর্থ লন্ডন ক্রিকেট ক্লাব আগে ব্যাট করে ৪২৬ রান করে। জবাবে মাত্র ২ রানে গুটিয়ে গেছে রিচমন্ড ক্রিকেট ক্লাব। -- ডেইলি ক্রিকেট
মজার বিষয় আছে আগে ব্যাট করা নর্থ লন্ডনের ইনিংসেও। যেখানে অতিরিক্ত খাত থেকেই এসেছে ৯২ রান।
আগে ব্যাট করা নর্থ লন্ডনের হয়ে সর্বোচ্চ ১৪০ রান করেন ড্যান সিমন্স। এ ছাড়া আর কোনো ব্যাটার পাননি ফিফটির দেখা। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন জাক লেউইট।
৪২৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে রিচমন্ড ক্রিকেট ক্লাবের ইনিংস স্থায়ী হয়েছে মাত্র ৫.৪ ওভার। তাদের করা ২ রানের মধ্যেও ১ রান আসে ওয়াইড থেকে।
নর্থ লন্ডনের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নেন আর টম স্পাউটন। তিনি ৩ ওভার বল করে খরচ করেননি ১ রানও।