স্পোর্টস ডেস্ক :বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের পোস্টার বয় সাকিব আল হাসান দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন। পাকিস্তান প্রিমিয়ার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন টাইগার এ অলরাউন্ডার। তবে সাকিবের জন্য মাঠে ফেরাটা খুব একটা সহজ ছিল না।
রাজনৈতিক পটভুমি পরিবর্তনের পর জাতীয় দলের জায়গা হারিয়েছেন। সেই সাথে যোগ হয়েছিল বোলিংয়ে নিষেধাজ্ঞা। সব মিলিয়ে বেশ ভালোই বিপাকে পড়েছিলেন সাকিব। তবে সব বাধা উপেক্ষা করে আবারও ক্রিকেট মাঠে ফিরেছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। আর ক্রিকেটে ফিরতে পেরে বেশ উচ্ছ্বসিত সাকিব। -- ডেইলি ক্রিকেট
টাইগার এ অলরাউন্ডার বলেন, ‘অনেকদিন পর ক্রিকেটে ফিরলে আপনি স্বাভাবিকভাবেই খুব উচ্ছ্বসিত থাকেন। তবে সেই সঙ্গে দেখতে হয় শরীর কীভাবে সাড়া দিচ্ছে। অনেকদিন পর খেলা একটু আলাদা, তবে আমার জন্য ভালোই হয়েছে। লাহোর কালান্দার্সের পরের ম্যাচগুলো আমার জন্য আরও ভালো হবে।
আপাতত জাতীয় দলের ভাবনায় নেই সাকিব। সেটা ভালোই জানেন টাইগার অলরাউন্ডার। তাই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার দিকে নজর সাকিবের।
তিনি বলেন, ‘আমি এখনই অন্যান্য লিগে, বিশেষ করে পাকিস্তান সুপার লিগে খেলতে চাই। আগামী চার-পাঁচ মাসে কী হবে জানি না। তবে এখন আমার কিছু কনট্র্যাক্ট আছে। আমি অবশ্যই বিভিন্ন লিগে খেলব।’
পিএসএলে ফিরে খুব একটা খারাপ করছেন না সাকিব। এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ১ ওভারে ৪ রান দিয়ে শিকার করেছেন ১টি উইকেট।