শিরোনাম
◈ ভারতের সঙ্গে ২১০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি বাতিল করলো বাংলাদেশ ◈ লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি: নারীসহ আহত ৯, রেহাই পায়নি মরদেহেও (ভিডিও) ◈ দেশের ১৮ কোটির ইউনূস আপনি, আমরা আপনাদের পদত্যাগ চাই না: ফারুক (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব ◈ শুধু ইলেকশন দেওয়ার জন্য আমরা দায়িত্ব নিইনি: উপদেষ্টা রিজওয়ানা (ভিডিও) ◈ বিশ্বকাপে দেখা যাবে না ভারত–পাকিস্তান ম্যাচ!‌ বড় সিদ্ধান্ত নিতে যা‌চ্ছে আইসিসি ◈ কোরবানি বন্ধের নির্দেশনায় বিতর্ক: শাবাব বিন আহমেদের কলকাতায় নিয়োগ বাতিল, দেশে প্রত্যাবর্তনের নির্দেশ ◈ ভুয়া প্রেস বিজ্ঞপ্তি: গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর ◈ নতুন পাসপোর্ট করতে মানতে হবে যেসব নিয়ম (ভিডিও) ◈ জেলেনেস্কির পর এবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে হোয়াইট হাউজে নাজেহাল করলেন ট্রাম্প! (ভিডিও)

প্রকাশিত : ২৩ মে, ২০২৫, ১১:২৮ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইং‌লিশ ক্রিকেটার জো রুট ভাঙ‌লেন শচীন টেন্ডুলকারের রেকর্ড 

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের তারকা ব‌্যাটার জো রুট আবারও প্রমাণ করলেন কেন তিনি বর্তমান সময়ের অন্যতম সেরা টেস্ট ব্যাটার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাছ খেলতে নামার আগে মাত্র ২৮ রান দরকার ছিল তাঁর, আর সেই প্রয়োজনীয় রান অনায়াসেই তুলে নিয়ে রুট গড়লেন ইতিহাস। টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচে ১৩,০০০ রান পূর্ণ করার রেকর্ড এখন তাঁর দখলে। -- চ‌্যা‌নেল২৪

মাত্র ১৫৩টি টেস্ট ম্যাচ খেলেই এই মাইলফলকে পৌঁছেছেন রুট, যা টপকে দিয়েছে কিংবদন্তি ব্যাটারদেরকেও। রুটের আগে এই রেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, যিনি ১৩,০০০ রান পূর্ণ করেছিলেন ১৫৯ ম্যাচে। এছাড়া ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড় (১৬০), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৬২) এবং ভারতেরই শচীন টেন্ডুলকার (১৬৩ ম্যাচ) ছিলেন এই তালিকায় রুটের আগে।

তবে ইনিংসের হিসাবে কিছুটা পিছিয়েই আছেন রুট। তিনি এই রান সংগ্রহ করেছেন ২৭৯ ইনিংসে, যেখানে শচীন টেন্ডুলকারের লেগেছিল ২৬৬ ইনিংস, আর জ্যাক ক্যালিসের ২৬৯ ইনিংস। তবুও, এমন অসাধারণ কীর্তিতে রুট হয়ে গেছেন ইংল্যান্ডের ইতিহাসে প্রথম ব্যাটার, যিনি টেস্টে ১৩,০০০ রান ছুঁয়েছেন। বিশ্বব্যাপী তিনি হয়েছেন মাত্র পঞ্চম ব্যাটার, যাঁর নামের পাশে রয়েছে এই রেকর্ড।

২০১২ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক করেছিলেন জো রুট। সেই থেকে এক দশকেরও বেশি সময় ধরে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপের সবচেয়ে নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছেন তিনি। ধারাবাহিকতা, ধৈর্য, আর ম্যাচ পাঠ করার অসাধারণ দক্ষতায় রুট গড়েছেন একের পর এক রেকর্ড।

এই অর্জনের ফলে টেস্ট ইতিহাসে সর্বাধিক রানের মালিক হওয়ার দৌড়েও এখন অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন রুট। সময়ের সাথে যদি তাঁর ফর্ম এবং ফিটনেস অব্যাহত থাকে, তাহলে ভবিষ্যতে হয়তো শচীন টেন্ডুলকারের ১৫,৯২১ রানের রেকর্ডকেও চ্যালেঞ্জ জানাতে পারেন ৩৪ বছর বয়সী এই ইংলিশ ব্যাটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়