স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের ( পিএসএল) আগের ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে ব্যাট হাতে গোল্ডেন ডাক মারা সাকিব আল হাসান বোলিংয়ে ২ ওভারে ১৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। এলিমিনেটরে করাচি কিংসের বিপক্ষে বল হাতে নিয়েই অবশ্য উইকেটের দেখা পেয়েছিলেন বাংলাদেশের এই স্পিনার। নিজের করা প্রথম ওভারে মাত্র ৪ রান দিয়ে ফিরিয়েছিলেন জেমস ভিন্সকে। এমন বোলিংয়ের পরও অবশ্য সাকিবকে আর বোলিংয়েই আনেননি অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি।
বোলিংয়ে এক উইকেট নেয়া সাকিবের সুযোগ হয়নি ব্যাটিংয়ে নামার। ফখর জামান, আব্দুল্লাহ শফিক ও কুশল পেরেরার ব্যাটে করাচির ১৯১ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে গেছে লাহোর। করাচিতে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছেন শাহীন আফ্রিদি-সাকিবরা। ফাইনালে ওঠার লড়াইয়ে ২৩ মে তাদের প্রতিপক্ষ প্রথম কোয়ালিফায়ারে হারা শাদাব খান-ইমাদ ওয়াসিমদের ইসলামাবাদ ইউনাইটেড।