শিরোনাম
◈ ​বাংলাদেশ-ভারত বাণিজ্য: প্রয়োজন বাণিজ্য কূটনীতি ◈ বেনাপোল বন্দর উদ্ভীদ সংগনিরোধ ভবনে ল্যাবে জনবল শুণ্য, পরীক্ষা কার্যক্রম বন্ধে ঝুকিতে কৃষিক্ষাত! ◈ জাতিসংঘের সতর্কবার্তা: বড় ধাক্কার মুখে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো ◈ আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে : নাহিদ ইসলাম ◈ জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব: সন্দেহ হলেই বাতিল ভিসার আবেদন ◈ অবশেষে গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক ◈ বাংলা‌দেশ ইমা‌র্জিং দল ও নিউ‌জিল‌্যা‌ন্ডের চার দিনের ম্যাচ ড্র ◈ সালাউদ্দিন আহমেদের কাছে সারজিসের ৩ আহ্বান ◈ ‘ড. ইউনূসকে ঘিরে একটি চক্র’, ভেতরে চার-বাইরে তিন : সংকট ঘনীভূত ◈ ড. ইউনূসের পদত্যাগ তার ব্যক্তিগত বিষয়, বিএনপি পদত্যাগ চায় না: সালাহউদ্দিন আহমদ (ভিডিও)

প্রকাশিত : ২৩ মে, ২০২৫, ০৬:৩৯ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেইমারের ফেরার দিনে তার দল সা‌ন্তো‌সের বিদায়

স্পোর্টস ডেস্ক : নেইমার চোট কাটিয়ে এক মাসের বেশি সময় পর মাঠে ফিরেছিলেন। কিন্তু এই তারকা ফরোয়ার্ডের ফেরার দিনে ব্রাজিলিয়ান কাপ থেকে বিদায় নিয়েছে তার দল সান্তোস।

বৃহস্পতিবার কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগের ম্যাচে সিআরবির কাছে টাইব্রেকারে ৫-৪ গোলে হারে সান্তোস। নির্ধারিত সময় শেষে খেলা গোলশূন্য ড্র ছিল। এর আগে প্রথম লেগের ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছিল। -- অলআউট স্পোর্টস

কোপা দো ব্রাজিল হলো ইংল্যান্ডের এফএ কাপ, স্পেনের কোপা দেল রের মতো একটি টুর্নামেন্ট। এখানে ৯২ দলের আসরটি নকআউট ভিত্তিতে হয়ে থাকে।

গত ১৬ এপ্রিল ব্রাজিলিয়ান লিগে সান্তোসের ঘরের মাঠে নিজের শততম ম্যাচ খেলতে নেমে ঊরুর চোটে পড়েছিলেন নেইমার। সেদিন স্ট্রেচারে করে কান্নাভেজা চোখে মাঠ ছেড়েছিলেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের পর বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। এই ম্যাচ দিয়ে ১২ বছর পর ব্রাজিলিয়ান কাপে খেলতে নামেন তিনি।

চলতি বছরের শুরুতে ছয় মাসের চুক্তিতে সৌদি ক্লাব আল-হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। ব্রাজিলিয়ান গণমাধ্যমের মতে, এই চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। ম্যাচ শেষে ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হলে ব্রাজিলের হয়ে ছেলেদের ফুটবলে সর্বোচ্চ গোল করা এই তারকা বলেন, আমি এখনও জানি না।
২০ দলের লিগে বর্তমানে ১৯ নম্বরে আছে সান্তোস। চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগে খেলা ৯ ম্যাচের মধ্যে ৬টিতেই হেরেছে তারা, জিতেছে একটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়