শিরোনাম
◈ আজ পৃথকভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে বসবে বিএনপি ও জামায়াত ◈ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ ​বাংলাদেশ-ভারত বাণিজ্য: প্রয়োজন বাণিজ্য কূটনীতি ◈ বেনাপোল বন্দর উদ্ভীদ সংগনিরোধ ভবনে ল্যাবে জনবল শুণ্য, পরীক্ষা কার্যক্রম বন্ধে ঝুকিতে কৃষিক্ষাত! ◈ জাতিসংঘের সতর্কবার্তা: বড় ধাক্কার মুখে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো ◈ আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে : নাহিদ ইসলাম ◈ জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব: সন্দেহ হলেই বাতিল ভিসার আবেদন ◈ অবশেষে গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক ◈ বাংলা‌দেশ ইমা‌র্জিং দল ও নিউ‌জিল‌্যা‌ন্ডের চার দিনের ম্যাচ ড্র ◈ সালাউদ্দিন আহমেদের কাছে সারজিসের ৩ আহ্বান

প্রকাশিত : ২৩ মে, ২০২৫, ০৮:১৪ রাত
আপডেট : ২৪ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে শত্রুতার জের পোল্ট্রি ফার্মে ঢুকে মুরগির বাচ্চা হত্যা

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে গভীর রাতে পোল্ট্রি ফার্মে ঢুকে আরারো ২৬ দিন বয়সের ১হাজার ২০০ সোনালী জাতের মুরগির বাচ্চা পদদলিত করে মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার নসরতপুর কলেজপাড়া পান্না পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে। এর আগে গত মঙ্গলবার ৬মে একই কায়দায় ১৫দিন রয়সের ১ হাজার মুরগির বাচ্চা মেরে ফেলা হয়।

ক্ষতিগ্রস্ত পান্না পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারি হারুনুর রশিদ জানায়, আদমদীঘির নসরতপুর কলেজপাড়া তার বাড়ির পাশে আমার পান্না পোল্ট্রি নামক একটি মুরগির ফার্ম রয়েছে। ওই ফার্মে দীর্ঘদিন ধরেই সোনালীসহ বিভিন্ন জাতের মুরগী বাচ্চা কিনে নিয়ে লালন-পালন করে বাজারজাত করে আসছিলাম। শত্রæতা করে গত বৃহস্পতিবার রাতে আমার পোল্ট্রি র্ফারের নেট কেটে ভিতরে ঢুকে পদদলিত করে সোনালী জাতের ২৬ দিন বয়সের ১ হাজার ২০০ মুরগির বাচ্চা মেরে ফেলা হয়। এর ১৭ দিন আগে গত ৬ মে দিবাগত রাতে একই কায়দায় ওই ফার্মে ১৫দিন রয়সের ১হাজার মুরগির বাচ্চা মার হয়েছিল। এই দুই বারের ঘটনায় ক্ষতির পরিমান প্রায় ৫ লক্ষাধিক টাকা বলে তিনি দাবী করেন। এ ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে হারনুর রশিদের স্ত্রী শবনম মোস্তারি বাদি হয়ে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান অভিযোগ পাওয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ তদন্তকরে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। পূর্বের ঘটনায় বগুড়া আদালতে মামলা রয়েছে। সেই মামলা পিবিআইএ তদন্তাধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়