আরমান কবীর : টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে খাদে পড়ে বাসের ২ জন যাত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছে আরও ১০ জন। শুক্রবার (২৩ মে) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার মুলিয়া নামক স্থানে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- জেলার ঘাটাইল উপজেলার গুসাইবাড়ি এলাকার মজিবর রহমানের ছেলে আব্দুস সালাম ও মির্জাপুর উপজেলার ছাটিয়াচুরা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে এস এম আলম।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী প্রান্তিক বাস উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মুলিয়া নামক স্থানে এসে পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুজন নিহত হয়। এছাড়া এই সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতদের পরিবারের সাথে কথা বলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।