শিরোনাম
◈ জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব: সন্দেহ হলেই বাতিল ভিসার আবেদন ◈ অবশেষে গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক ◈ বাংলা‌দেশ ইমা‌র্জিং দল ও নিউ‌জিল‌্যা‌ন্ডের চার দিনের ম্যাচ ড্র ◈ সালাউদ্দিন আহমেদের কাছে সারজিসের ৩ আহ্বান ◈ ‘ড. ইউনূসকে ঘিরে একটি চক্র’, ভেতরে চার-বাইরে তিন : সংকট ঘনীভূত ◈ ড. ইউনূসের পদত্যাগ তার ব্যক্তিগত বিষয়, বিএনপি পদত্যাগ চায় না: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ প্রয়োজনে গুঁড়িয়ে দেব: লালমনিরহাট বিমানঘাঁটি নিয়ে হুঁশিয়ারি ভারতের সাবেক সেনা কর্মকর্তার ◈ জাতীয় দলে নয়, আ‌মি  ফ্র্যাড়ঞ্চাইজি লিগে খে‌লে যা‌বো: সা‌কিব ◈ নেইমারের ফেরার দিনে তার দল সা‌ন্তো‌সের বিদায় ◈ ভারতের সঙ্গে ২১০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি বাতিল করলো বাংলাদেশ

প্রকাশিত : ২৩ মে, ২০২৫, ০৪:৩২ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে রাখাইনদের গুরুদক্ষিনা উৎসব

নিনা আফরিন ,পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে রাখাইনদের গুরুদক্ষিনা উৎসব। আজ শুক্রবার সকাল দশটায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলতলী গ্রামের বৌদ্ধ বিহারে এ উৎসব শুরু হয়, উৎসব উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন উপজেলার রাখাইন উপাসক-উপাসিকারা ওই বিহারে এসে পঞ্চশীল গ্রহন করেন। পরে পটুয়াখালী ও বরগুনা জেলার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সঙ্গরাজ ভান্তে উইকুইনন্দা মহাথের মহোদয়কে গুরুদক্ষিনা প্রদান শেষে আর্শিবাদ গ্রহন করেন। এসময় পেছনের ভুলভ্রান্তি ক্ষমার জন্য একে অপরের কাছে প্রার্থনা করেন। এছাড়াও দিনভর আহার ও ধর্মীয় আলোচনা সহ নানা আয়োজনে উৎসবটি উদযাপন করবে রাখাইন সম্প্রদায়ের অনুসারীরা।

প্রতিবছর বর্ষাবাসের আগে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ উৎসবটি উদযাপন করে আসছেন তারা। মঞ্চিং  রাখাইন বলেন, ভান্তের কাছে আমরা দক্ষিণা দিয়েছি। প্রার্থনা করেছি বাংলাদেশসহ  সারা বিশ্বের সকল মানুষ একত্রে বসবাস করতে পারে ও বিশ্বে যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ  করছে তা যেন শান্ত হয়।

কলাপাড়ার বাসিন্দা উথান চিং বলেন, সকালে আমরা এখানে এসেছি। প্রতিবছরই আমাদের এই ভান্তের  দক্ষিনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  আমরা প্রার্থনা করেছি মানব কুলসহ সকল জীব যেন ভালো থাকেন।

কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধা বিহারের উপাধ্যক্ষ, ইন্দ্র বংশ ভিক্ষু বলেন, বৌদ্ধ ধর্ম দর্শনে যারা আমাদের বৌদ্ধ বৃক্ষ রয়েছে এদের মধ্যে যারা সিনিয়র  রয়েছে তাদের কাছে আমাদের ভুল ভ্রান্তি থাকে। এজন্য আমরা প্রার্থনা করে থাকি। গুরুজনও আমাদের প্রার্থনা করে, গুরুজন হয়েও আমার যদি আচার-আচরণে ভুল ভ্রান্তি করে থাকি সেটা একে অপরকে ক্ষমা করে দিয়ে বলি মৈত্রী ধানের মাধ্যমে ভালোবাসা মৈত্রীর দান করে সবাই মিলেমিশে থাকবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়