শিরোনাম
◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ ◈ আগস্টে বাংলাদেশে সফর‌ নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড

প্রকাশিত : ১২ মে, ২০২৫, ০৬:২৬ বিকাল
আপডেট : ২৮ জুন, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে না ভারতে! সমস্যার কারণ পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের এ যাত্রায় জায়গা হয়নি ভারতের। আসলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকাম সিরিজ ও পরবর্তীতে অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার ট্রফিতে প্রায় লজ্জার হার, সবমিলিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল টিম ইন্ডিয়া।

তাই আসন্ন জুনে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের লর্ডসে। তবে এ মরসুমে না হলেও আসন্ন ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল  আয়োজনের সুযোগ রয়েছে ভারতের। মনে করা হচ্ছে, শীঘ্রই এই ফাইনাল আয়োজনের জন্য বিড করবে বি‌সি‌সআি‌ই। তবে সেই রাস্তায় আপাতত কাঁটা পাকিস্তান!

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে যা খবর, গতমাসেই জিম্বাবোয়েতে অনুষ্ঠিত হওয়া আই‌সি‌সি চিফ এক্সিকিউটিভদের কমিটি বৈঠকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে আলোচনা হয়ে গিয়েছে। শোনা যায়, শীঘ্রই ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের জন্য বিড করবে ভারত। এ প্রসঙ্গে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এক বোর্ড কর্তা জানিয়েছেন, ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠে, সেক্ষেত্রে ফাইনাল অনুষ্ঠিত হবে ভারতে।

আর এই খবর দেশবাসীর জন্য অত্যন্ত আনন্দের। কিন্তু যদি কোনও দুই দল একসাথে ফাইনালে ওঠ সেক্ষেত্রে ফাইনাল আয়োজনের ক্ষেত্রে পিছু হটতে হবে ভারতকে। আর এখানেই উঠছে পাকিস্তানের প্রসঙ্গ! বিশেষজ্ঞরা বলছেন, কোনও প্রকারে যদি ভারতের সাথে সাথে পাকিস্তানও ফাইনালে উঠে যায়, তবে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সংঘর্ষের কারণে ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভারতে হওয়ার কোনও সম্ভাবনা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়