শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ১০ মে, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

লিভারপু‌লের মোহম্মদ সালাহ তৃতীয়বার বর্ষসেরা ফুটবলার

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল চল‌তি মওসু‌মে শিরোপা পুনরুদ্ধার করেছে। অলরেডসদের এই কীর্তি গড়তে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোহাম্মদ সালাহ। তারই স্বীকৃতিস্বরূপ তৃতীয়বারের মতো ফুটবল রাইটার্স অ্যাসেসিয়েশনের (এফডব্লিউএ) বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হলেন এই মিশরীয় ফরোয়ার্ড। 
  
শুক্রবার (৯ মে) প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার বিজয়ী হিসেবে সালাহর নাম ঘোষণা করা হয়। এফডব্লিউএ বিবৃতিতে জানিয়েছে, ৯০০ এর বেশি সদস্যের ৯০ শতাংশ ভোট একাই পেয়েছেন সালাহ। এই শতাব্দিতে পুরস্কারটি জয়ের এতটা পার্থক্য এর আগে কখনও দেখা যায়নি।

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন সালাহর ক্লাব সতীর্থ ভার্জিল ফন ডাইক। লড়াইয়ে আরও ছিলেন নিউক্যাসল ইউনাইটেডের আলেকসান্দার ইসাক ও আর্সেনালের ডেক্লান রাইস। চার ম্যাচ হাতে লিভারপুলের এবারের প্রিমিয়ার লীগ শিরোপা জয়ের পথে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৮টি গোল করেছেন সালাহ।

২০১৭ সালে অ্যানফিল্ডে যোগ দেয়ার পর থেকে দলটির হয়ে দ্বিতীয়বার প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন তিনি। গত সাড়ে তিন দশকে লিভারপুল এই দুটি লীগ শিরোপাই জিতেছে। এবারের বর্ষসেরার পুরস্কারটি জিতে একটি রেকর্ড ছুঁয়েছেন সালাহ। দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনবার এটা জিতলেন মিশরের স্ট্রাইকার। এর আগে তিনবার জিতেছিলেন আর্সেনালের সাবেক ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি। 

মেয়েদের বিভাগে এই পুরস্খার জিতেছেন আর্সেনালের ইংলিশ স্ট্রাইকার অ্যালেস্সিয়া রুসো। আগামী ২২ মে লন্ডনে একটি অনুষ্ঠানে দুই বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ইংলিশ ফুটবলে মৌসুমে সেরা পারফরমারকে প্রতি বছর দেওয়া হয় এই পুরস্কার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়