শিরোনাম
◈ জনরোষ ঠেকাতে লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, গোপনে তুলে দেওয়া হয় বিমানে ◈ রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল, জিত‌লো অ্যাথ‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে দুই ম‌্যা‌চের ‌টি- টো‌য়ে‌ন্টি খেল‌বে বাংলাদেশ  ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনা জে-১০সি জেটের উত্থান: রাফায়েল ভূপাতিত, বিশ্বজুড়ে চীনা অস্ত্রপ্রযুক্তির চাহিদা বৃদ্ধি ◈ ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ আলম ◈ জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ ◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ উল্লাস! (ভিডিও)

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ০৭:৫০ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত

ভারত-পাকিস্তান যুদ্ধের জেরে টালমাটাল অবস্থা দুই দেশে। একের পর এক হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। দুই দেশে চলতে থাকা দুই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল এবং পিএসএল স্থগিত হয়ে গেছে যুদ্ধের প্রভাবে। খবর: বিডিক্রিকটাইম

পিএসএলের বাকি অংশ মাঠে গড়াবে আরব আমিরাতে।পিএসএল স্থগিত করে টুর্নামেন্টের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের বিষয়টি জানিয়েছে পিসিবি। বিকল্প ভেন্যু হিসেবে আগেই আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাথে যোগাযোগ করে রেখেছিল পিসিবি। যার ফলে পরে আইপিএল স্থগিত করে আরব আমিরাতকে বিকল্প ভেন্যু হিসেবে বাছাই করতে পারেনি বিসিসিআই।

পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার জানিয়েছে, আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করার জন্য আরব ইসিবিকে প্রস্তাব দিয়েছিল ভারত। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশটি আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। কারণ আগে থেকেই পিএসএলের বাকি অংশ দুবাই বা আবুধাবিতে আয়োজনের বিষয়টি ইসিবিকে জানিয়ে রেখেছিল পিসিবি। ইসিবিও পিসিবির প্রস্তাবে রাজি হয়ে তাদের প্রতিশ্রুতি দিয়ে ফেলেছিল। এখন সেই অবস্থান থেকে সরে আসতে চাইছে না ইসিবি। তাই আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আমিরাত।

পিএসএলে বাকি আছে ৮ ম্যাচ, অন্যদিকে আইপিএলে বাকি আছে আরও ১৫ ম্যাচ। কম ম্যাচ বাকি থাকায় আইপিএলের আগেই শেষ হয়ে যাবে পিএসএল। এখানেও সুবিধা পাচ্ছে আমিরাত। জিও সুপার জানিয়েছে, ইসিবি প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর আগামী সেপ্টেম্বরে আইপিএলের বাকি অংশ আয়োজন করতে চেয়েছিল ভারত। সেই প্রস্তাবেও ‘না’ বলেছে ইসিবি। কারণ সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপও মাঠে গড়ানোর কথা রয়েছে। এশিয়া কাপেরও আয়োজক ভারত। একইসাথে দুই টুর্নামেন্ট আয়োজন করা বেশ কঠিন হয়ে যাবে আরব আমিরাতের জন্য।

ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, আপাতত এক সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বিসিসিআই। পরে ভারতের মধ্যেই নিরাপদ স্থানে দক্ষিণাঞ্চলের চেন্নাই বা ব্যাঙ্গালুরুর দিকে যেখানে যুদ্ধের তেমন প্রভাব নেই, সেসব জায়গায় আইপিএলের বাকি অংশ আয়োজন করতে পারে বিসিসিআই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়