শিরোনাম
◈ ‘ভারত ফের হামলা না করলে দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেবে না পাকিস্তান’ ◈ ঈদের আগের দুই শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা ◈ পুলিশের শীর্ষস্থানীয় ১৫ কর্মকর্তাকে বদলি ◈ ভারত থেকে এভাবে 'পুশ–ইন' সঠিক নয়: নিরাপত্তা উপদেষ্টা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষতি করবে ◈ সোহান ও অঙ্কনের সেঞ্চুরি, নিউ‌জিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ এ’ দল ◈ ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত’ ◈ যে কারণে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম চীন যুদ্ধও! ◈ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রস্তাব ইসলামী আন্দোলনের ◈ ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ০৭ মে, ২০২৫, ১০:১৯ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিরু‌দ্ধে সিরিজ খেল‌তে ১০ দিনের জন্য ফিল্ডিং কোচ নিয়োগ শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক ; আগামী জুন-জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। ৮ বছর পর বাংলাদেশের সাথে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়ার আগে ১০ দিনের জন্য ফিল্ডিং কোচ নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। চলতি মাসে শুরু হতে যাওয়া ফিল্ডিং ক্যাম্পটি করাবেন ভারতের আর শ্রীধর।

ওয়ানিন্দু হাসারাঙ্গা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিসদের পাশাপাশি শ্রীলঙ্কার জাতীয় নারী ক্রিকেট দল, ইমার্জিং দল, ক্লাব ক্রিকেটার, নারী ‘এ’ দল ও পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন। ৭ মে থেকে ক্যাম্প শুরু হলেও প্রথম কয়েকদিন নাও পাওয়া যেতে পারে শ্রীলঙ্কা নারী দলকে।

বর্তমানে ভারত ও সাউথ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলছেন চামারি আতাপাত্তুরা। সিরিজটি শেষ হবে ১১ মে। ধারণা করা হচ্ছে সেই সিরিজ শেষে ফিল্ডিং ক্যাম্পে যোগ দেবেন তারা। ফিল্ডিং ড্রিল, ফিল্ডিংয়ের বিভিন্ন স্কিল নিয়ে নির্দিষ্ট কিছু অনুশীলন, ম্যাচ সিনারিওতে অনুশীলন করানো হবে ক্রিকেটারদের।

বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট জানায়, ‘শ্রীধর বিসিসিআইয়ের লেভেল-থ্রি সম্পন্ন করা কোচ, যার অনেক অভিজ্ঞতা আছে। ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনশর বেশি ম্যাচে ভারতের ফিল্ডিং কোচ ছিলেন তিনি। শ্রীলঙ্কা জাতীয় দলের পাশাপাশি অন্যান্য স্কোয়াডের সঙ্গেও ফিল্ডিং প্রোগ্রাম শুরু করবেন।

হায়দরাবাদের হযে ৩৫টি প্রথম শ্রেণির ও ১৫টি লিস্ট ‘এ’ ক্রিকেটের ম্যাচ খেলা শ্রীধর ছিলেন একজন বাঁহাতি স্পিনার। পেশাদার ক্রিকেট ছেড়ে দেয়ার পর কোচিং পেশায় যুক্ত হয়েছেন তিনি। ২০১৪-২১ পর্যন্ত ছিলেন ভারতের ফিল্ডিং কোচ। পরবর্তী আইপিএলেও কাজ করেছেন শ্রীধর। এবার মাত্র ১০ দিনের যুক্ত হচ্ছেন শ্রীলঙ্কার ক্রিকেটে।

সবশেষ কয়েক বছরে প্রায়শই অল্প সময়ের জন্য কোচ কিংবা পরামর্শক নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। ২০২৪ সালে রাজস্থান রয়্যালসের হাই পারফরম্যান্স ইউনিটের ডিরেক্টর জুবিন ভারুচাকে নিয়োগ দিয়েছিল ব্যাটিং নিয়ে কাজ করতে। এ ছাড়া বোলিংয়ের জন্য পাকিস্তানের ওয়াসিম আকরাম এবং ফিল্ডিংয়ের জন্য সাউথ আফ্রিকার জন্টি রোডসকে এনেছিল তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়