বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
মোঃ রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে সাকিব আলী নামে একযুবকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার বারঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ২৪ বছর বয়সী সাকিব বারঘরিয়া-বাদুরতলার মো. রবিউল ইসলামের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, একযুবতির সঙ্গে প্রেমের সম্পর্ক করে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে সাকিব আলী। এ ঘটনায় তার বিরুদ্ধে ভুক্তভোগী ওই যুবতি মঙ্গলবার সদর মডেল থানায় মামলা করেন। এরপরেই অভিযুক্ত সাবিককে ধরতে অভিযানে নামে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে বারঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।