শিরোনাম
◈ অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই পরিবারের নিহত ৪ (ভিডিও) ◈ আওয়ামী লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী ◈ গোপন বার্তা: উত্তেজনা বাড়াতে চায় না ভারত, দুই দেশের নিরাপত্তা উপদেষ্টাদের যোগাযোগ ◈ ভারত-পাকিস্তানের কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় রাতভর গোলাগুলি ◈ বাংলাদেশ-মিয়ানমার 'মানবিক করিডর' ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো চীন ◈ পাকিস্তানকে কোণঠাসা করতে কোন দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজাচ্ছে ভারত ◈ মৌলভীবাজার সীমান্তে আটক ১৫, জড়ো হয়েছেন আরও অনেকে ◈ সাবেক এমপি হাবিবের ভাই নাদিম গ্রেফতার ◈ বাবার লাশ নিতে চলে আসুন: সাভারে বাবাকে হত্যার পর ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ তরুণীর ◈ ভুয়া ভিডিও আর গুজবে উত্তপ্ত ভারত-পাকিস্তান সংঘাত!

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৯:২২ সকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আই‌পিএ‌লে নাইটরাইডা‌র্সের বিরু‌দ্ধে ২ উই‌কে‌টে  জিত‌লো চেন্নাই সুপার 

স্পোর্টস ডেস্ক ;  দারুণ লড়াই কর‌লো চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তা‌দের জিততে শেষ ছয় বলে প্রয়োজন আট রান। শেষ ওভারের প্রথম বলেই আন্দ্রে রাসেলকে ডিপ মিড উইকেটে ছক্কা মারেন ধোনি। পরের বলে রান না নিলেও তৃতীয় বলে এক্সট্রা কাভারে ঠেলে এক রান নেন ধোনি। জিততে তখন দরকার তিন বলে এক রান। স্ট্রাইক পেয়েই মিড অনে চার মেরে দল জেতান তরুণ পেসার আনশুল কামবোজ। ১৮০ রান তাড়া করতে নেমে কলকাতাকে দুই উইকেটে হারায় চেন্নাই সুপার কিংস।

আইপিএলের পয়েন্ট টেবিলের শেষ স্থানে থাকা চেন্নাইয়ের এটি ১২ ম্যাচে তৃতীয় জয়। সমান ম্যাচে পাঁচটি জয় ও ১১ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে আছে আজিঙ্কা রাহানের কলকাতা। কাগজে-কলমে চেন্নাই বাদ পড়লেও এখনও টুর্নামেন্টে বেশ কিছু যদি-কিন্তুর ওপর টিকে আছে কলকাতা। --- ক্রিক‌ফ্রেঞ্জি

লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই আইয়ুশ মাহাত্রের উইকেট হারায় চেন্নাই। ভৈরব অরোরাকে কাভার পয়েন্টে উড়িয়ে মারতে গিয়ে বৃত্তের ভেতর ধরা পড়েন তিনি। পরের ওভারে আরেক ওপেনার ডেভন কনওয়েকে বোল্ড করেন চেন্নাইয়েরই সাবেক ক্রিকেটার মঈন আলী। দুজনই ফিরেন শূন্য রানে।

শর্ট থার্ড ম্যান সীমানায় ক্যাচ দিয়ে দ্রুত রান তোলা উর্ভিল প্যাটেল ফিরে যান তৃতীয় ওভারেই। ১১ বলে একটি চার ও চারটি ছক্কায় ৩১ রান করেন অভিষিক্ত এই উইকেটরক্ষক ব্যাটার। দলীয় ৬০ রানের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার উইকেট হারায় চেন্নাই। তখনও পাওয়ার প্লে' শেষ হয়নি।

এরপর ডিওয়াল্ড ব্রেভিস এবং শিভম দুবে ৬৭ রানের জুটি গড়েন। ২৫ বলে ৫২ রান করে বরুণ চক্রবর্তীর বলে লং অনে ক্যাচ দেন তিনি। তারপর ধোনির সঙ্গে ৪৩ রানের জুটি গড়েন দুবে। ৪০ বলে ৪৫ রান করে অরোরার বলে মিড অফে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। ১৯তম ওভারে দুবের মত নুর আহমেদের উইকেটও হারায় চেন্নাই। যদিও ধোনির ছক্কায় শেষটা ভালোভাবেই করে দলটি।

ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে এর আগে ২০ ওভারে ছয় উইকেটে ১৭৯ রান করে কলকাতা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চারটি উইকেট একাই তুলে নেন নুর আহমেদ। কলকাতার হয়ে ৩৩ বলে ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করেন রাহানে। এ ছাড়া মানিশ পান্ডে ২৮ বলে অপরাজিত ৩৬ এবং রাসেল ২১ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন।

আর ওপেনিংয়ে রহমানউল্লাহ গুরবাজ ৯ বলে ১১ এবং সুনীল নারিন ১৭ বলে ২৬ রান করেন। এ দিন নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কলকাতা। নারিন ও রাহানে সর্বোচ্চ ৫৮ এবং শেষদিকে রাসেল ও মানিশ ৪৬ রানের জুটি গড়েন। চেন্নাইয়ের হয়ে বাকি দুটি উইকেট নিয়েছেন কামবোজ এবং জাদেজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়