শিরোনাম
◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়

প্রকাশিত : ০৭ মে, ২০২৫, ০৮:৫৩ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত’

বাণিজ্যিক বিনিয়োগ ও ভিসা সহজীকরণের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত।

বুধবার (৭ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান সহাবস্থান ও সনহশীল বিষয়ক মন্ত্রী শেখ নাহায়ান বিন মোবারক আল নাহায়ান।

 নাহায়ান প্রধান উপদেষ্টাকে বলেন, ‘আমাদের রাষ্ট্রপতির নির্দেশে আমি এখানে এসেছি বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করতে এবং আমাদের বন্ধুত্বকে আরও জোরদার করতে। সাম্প্রতিক সময়ে আমাদের দুই সরকার যে বর্ধিত সংলাপের আয়োজন করেছে তার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা বিনিয়োগ ও ভিসাসহ সব ক্ষেত্রে সহযোগিতা নিশ্চিত করতে এবং আশ্বস্ত করতে চাই।’
 
এই উদ্যোগের প্রশংসা করে ড. ইউনূস বলেন, ‘আমরা সম্পৃক্ততা এবং সমর্থনকে স্বাগত জানাই। আমরা বিভিন্ন শিল্পে বিনিয়োগকেও স্বাগত জানাই।’
 
 ভিসা ব্যবস্থা শিথিল করার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘দরজা খোলার জন্য আপনাদের ধন্যবাদ। এখনও কিছু পদক্ষেপ নেয়া বাকি। আশা করি সেগুলোর সমাধান হবে।’
 
এর আগে দুপুরে সংযুক্ত আরব আমিরাতের একটি উচ্চ প্রতিনিধি দল ঢাকায় পৌঁছায়। দলটির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ বিন আলী আল সায়েগ, বিনিয়োগ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মোহাম্মদ আব্দুল রহমান আল হাওয়িও ছিলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী তাদের স্বাগত জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়