শিরোনাম
◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫, ১০:২২ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ‌্যকার ফেডা‌রেশন কাপ ফাইনা‌লের বা‌কি ১৫ মিনিটের খেলা আজ

নিজস্ব প্রতি‌বেদত: বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার জমজমাট এই ফাইনাল আলোকসল্পতার কারণে শেষ করা সম্ভব হয়নি।

অতিরিক্ত সময়ের আর মাত্র ১৫ মিনিট বাকি থাকতেই গত মঙ্গলবার (২২ এপ্রিল) ম্যাচ বন্ধ ঘোষণা করেন রেফারি। সেই অসমাপ্ত ফাইনালের নিষ্পত্তি ঘটবে মঙ্গলবার (২৯ এ‌প্রিল) ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে।

নিয়মিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় শেষ হয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই বৃষ্টি বাধায় পড়ে খেলা প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল।

পরে খেলা ফের শুরু হলেও দুই দলের কেউই এগিয়ে যেতে পারেনি। অতিরিক্ত সময়ে প্রথম ১৫ মিনিট খেলা সম্ভব হলেও স্টেডিয়ামে আলোকসল্পতার কারণে অবশিষ্ট সময়ের ম্যাচটি অসম্পূর্ণ থেকে যায়।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বাকি থাকা ১৫ মিনিটের খেলা অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল, মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে।

তবে, নির্ধারিত এই ১৫ মিনিটেও যদি কোনো দল বিজয়ী হতে না পারে, তাহলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে। যেখানে ভাগ্য ও দক্ষতার লড়াইয়ে নির্ধারিত হবে নতুন চ্যাম্পিয়ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়