শিরোনাম
◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ ◈ আনোয়ারায় বেড়েছে চুরি, ডাকাতিসহ নানান অপরাধ, উদ্বিগ্ন জনসাধারণ   ◈ দুই মাস নিষেধাজ্ঞা শেষে  মাছ ধরতে নদীতে নামেছে জেলেরা

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫, ১২:৫৮ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আফগান নারীদের ক্রিকেটে ফেরাতে আইসিসি, বি‌সি‌সিআই, ই‌সি‌বি ও সিএ আ‌র্থিক সহায়তা দি‌বে

স্পোর্টস ডেস্ক ; তা‌লেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পরই সে দে‌শে নারী ক্রিকেট নিষিদ্ধ হয়। প‌রে ক্রিকেটাররা অস্ট্রেলিয়ায় আশ্রয় নেন, সেখান থেকেই কয়েকবার আওয়াজ তোলে এই ক্রিকেটাররা। তবে ভালো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এবার সুখবর পেতে যাচ্ছে তারা। তাদের ক্রিকেটে ফেরাতে আইসিসি, বিসিসিআই, ইসিবি ও সিএ এক উদ্যোগ নিয়েছে।

আইসিসির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড, ইসিবি (ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) ও সিএ (ক্রিকেট অস্ট্রেলিয়া) আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। যার জন্য তারা কোনো অর্থ নেবে না আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) কাছ থেকে।

আইসিসির এক মুখপাত্র ইএসপিএন ক্রিকইনফোকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আইসিসি এখনও আফগানিস্তান (নারী) দলকে গণনায় নিচ্ছে না। পরিবর্তে আমরা আইসিসির আইনগত ও সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে এই জটিল ইস্যু নিয়ে আলোচনা এবং সমাধান খুঁজে পাওয়ার প্রক্রিয়া অনুসরণ করব। ’ 

তবে আফগানিস্তান থেকে অস্ট্রেলিয়ায় নির্বাসিত ১৯ নারী ক্রিকেটারই কেবল আইসিসির বিবেচনাধীন নয় বলেও জানান তিনি, ‘যে যেখানেই বিচ্ছিন্ন অবস্থায় আফগানিস্তান থেকে নির্বাসনে আছেন, তাদের সবাইকে নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। 

ইতোমধ্যে আফগান নারী ক্রিকেটারদের জন্য টাস্ক ফোর্স গঠন করেছে আইসিসি। যেখান থেকে আর্থিক সাহায্য থেকে প্রশিক্ষণসহ সব রকম সাহায্য পাবে তারা। বোর্ডগুলোর সহায়তায় একটি তহবিল গড়ে তোলা হবে আফগান নারী ক্রিকেটারদের জন্য। সেই তহবিল থেকে ক্রিকেটারদের আর্থিক সাহায্যও করা হবে। এ ছাড়া আধুনিক উচ্চমানের প্রশিক্ষণ, প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধা এবং মেন্টরের ব্যবস্থা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়