শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৫, ০৫:২২ বিকাল
আপডেট : ২৮ জুন, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেস্টার সি‌টির ফুটবলার হামজা চৌধুরীর অ‌ভি‌ষেক হ‌বে জাতীয় স্টেডিয়ামে  

স্পোর্টস ডেস্ক , বাংলাদেশের জার্সিতে
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অভিষেক হয়েছে তার। এবার বাংলাদেশের মাঠে অভিষেকের অপেক্ষায় রয়েছেন এই ফুটবলার।  
আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে দেশের মাটিতে ম্যাচ খেলবে বাংলাদেশ।

ম্যাচটি আয়োজিত হতে পারে জাতীয় স্টেডিয়ামে। সেখানেই হতে পারে হামজার অভিষেক।
২০২১ সালের আগস্ট থেকে স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। এখনও পুরোপুরি শেষ হয়নি।

জাতীয় ক্রীড়া পরিষদ এখনও আনুষ্ঠানিকভাবে মাঠ বুঝিয়ে না দেয়ায় খানিকটা অনিশ্চিয়তাও ছিল ঢাকা স্টেডিয়ামে হামজার হোম ম্যাচের অভিষেক নিয়ে।  

যদিও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১০ জুনের ম্যাচটা ঢাকা স্টেডিয়ামে আয়োজনে কোনো বাধা দেখছেন না। আজ জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রীতি ম্যাচ হয়েছে। সেই অনুষ্ঠানের ফাঁকে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘কাজ প্রায় শেষ। আমার তাবিথ ভাইয়ের (বাফুফে সভাপতি) সঙ্গে কথা হয়েছে। বাফুফে মাঠের ঘাসের আরও একটু কাজ করবে। আমাদের লাইটিং ও অন্যান্য কাজও শেষের দিকে। আমাকে জানানো হয়েছে এক মাসের মধ্যে মাঠ রেডি হয়ে যাবে। খেলা আয়োজনে সমস্যা দেখছি না। ’

বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেছেন, ‘আমরা আগামীকাল থেকে মাঠের কাজ শুরু করতে চাই। আগামী এক দেড় মাসের মধ্যে এখানে অন্য কাউকে মাঠ বরাদ্দ না দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে। আশা করি, মাঠ ও কিছু কাজ আমরা নির্ধারিত সময়ের মধ্যে করতে পারবো। ’ 

হামজার অভিষেক শিলংয়ে হওয়ায় অনেক ফুটবলপ্রেমী স্টেডিয়ামের গ্যালারীতে বসে খেলা দেখতে পারেননি। তাই হোম ম্যাচ দেখার জন্য বাংলাদেশের সমর্থকরা মুখিয়ে আছেন। বর্তমানে তিনি ইংল্যান্ডে আছেন চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলতে। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরে মুখোমুখি হবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়