শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ ◈ টানা দুই হা‌রের পর জ‌য়ে ফির‌লো মেসির ইন্টার মায়ামি ◈ করমর্দন বিতর্কে সুনীল গাভাস্কার - ক্রীড়া এবং রাজনীতি কখনোই আলাদা ছিল না  ◈ সীমানা পুনর্নিধারণ নিয়ে চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ আইসিসির শাস্তির ভ‌য়ে এশিয়া কাপ বয়কট কর‌ছে না পাকিস্তান

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০১:১৪ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আন্তর্জাতিক ক্রিকেট এই প্রথম সুপার ওভারে শূন্য

স্পোর্টস ডেস্ক : আগে বেশ কয়েকবার ঘটেছিল সুপার ওভারে শূন্য রানে ইনিংস শেষ হওয়ার ঘটনা। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সুপার ওভার চালু হওয়ার ১৬ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো রান ছাড়াই এক দলের ইনিংস শেষ হয়েছে। আর এই ঘটনা ঘটেছে বাহরাইন ও হংকংয়ের মধ্যকার ম্যাচে।

শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে হংকংয়ের দেওয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বাহরাইনের ইনিংস থামে ৮ উইকেটে ১২৯ রানে। নিয়ম অনুযায়ী ম্যাচের ফল নির্ধারণের জন্য খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে কোনো রান না করতেই ৩ বলে শেষ হয় বাহরাইনের ইনিংস। অলআউট স্পোর্টস

ব্যাটিংয়ে নেমে প্রথম বল ডট খেলার পরের বলে আউট হন বাহরাইন অধিনায়ক আহমের বিন নাসের। পরের বলে আরেকটি উইকেট তুলে নেন এহসান খান। সুপারের ওভারের নিয়ম অনুযায়ী কোনো দলের দুটি উইকেটের পতন হলে সেই দলের ইনিংস শেষ হয়ে যায়। জবাবে কোনো উইকেট না হারিয়ে তৃতীয় বলে এক রান নিয়ে ম্যাচ জেতে হংকং।

এতদিন আন্তর্জাতিক ক্রিকেটে সুপার ওভারে সর্বনি¤œ রানের রেকর্ডটি ছিল আফগানিস্তানের। গত বছর জানুয়ারিতে ভারতের বিপক্ষে ১ রান তুলতে ২ উইকেট হারিয়ে ইনিংস শেষ হয় আফগানদের। সেটি ছিল সেই ম্যাচের দ্বিতীয় সুপার ওভার।

এর আগে ২০০৯ সালে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে ইংলিশ দল সাসেক্সের বিপক্ষে সুপার ওভারে মেডেন দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার দল ইগলসের সিজে ডি ভিলিয়ার্স। ২০১৪ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এই কীর্তি গড়েছিলেন সুনিল নারাইন। সেই ম্যাচে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে সুপার ওভারে কোনো রান না দিয়ে ১ উইকেট শিকার করেছিলেন ক্যারিবিয়ান এই স্পিনার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়